বছরের সেরা প্রতিষ্ঠানের মর্যাদাপূর্ণ সম্মাননা পেলো ওয়ালটন

বাংলাদেশের শিল্প, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন অর্জন করেছে ডিএইচএল-দ্য ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডের ‘বেস্ট এন্টারপ্রাইজ অব দ্য ইয়ার ২০২৪’ সম্মাননা। এই নিয়ে দ্বিতীয়বার দেশের অন্যতম মর্যাদাপূর্ণ এ পুরস্কার অর্জন করলো প্রতিষ্ঠানটি।
বিজ্ঞাপন
এই নিয়ে দ্বিতীয়বার দেশের অন্যতম মর্যাদাপূর্ণ এ পুরস্কার অর্জন করলো প্রতিষ্ঠানটি। এর আগে ২০১৪ সালেও একই পুরস্কারে ভূষিত হয়েছিল ওয়ালটন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডের ২৩তম আসরে ওয়ালটনকে এ সম্মাননা প্রদান করে ডিএইচএল ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএইচএল ওয়ার্ল্ডওয়াইড এক্সপ্রেস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. মিয়ারুল হক এবং দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওয়ালটনের এমডি এস এম মাহবুবুল আলম বলেন, “অসংখ্য ক্রেতা, শুভাকাঙ্ক্ষী ও বিনিয়োগকারীদের আস্থা, ভালোবাসা এবং সমর্থনের ফলেই এই মর্যাদাপূর্ণ সম্মাননা অর্জন সম্ভব হয়েছে। আমাদের লক্ষ্য, ওয়ালটনকে বৈশ্বিক বাজারে অন্যতম শীর্ষ কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করা এবং বাংলাদেশকে উদ্ভাবনী ও পরিবেশবান্ধব স্মার্ট প্রযুক্তিপণ্যের উৎপাদন হাবে পরিণত করা।”
বিজ্ঞাপন
ওয়ালটন ইতোমধ্যেই ফ্রিজ, এসি ও অন্যান্য স্মার্ট পণ্যে এআই ও আইওটি প্রযুক্তি সংযোজন করে বাংলাদেশের সক্ষমতা বিশ্বমঞ্চে তুলে ধরেছে। বর্তমানে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার ৫০টিরও বেশি দেশে ওয়ালটনের ব্র্যান্ড ব্যবসা সম্প্রসারিত হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০০০ সাল থেকে প্রতিবছর বিভিন্ন খাতে অসাধারণ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানিয়ে আসছে। এবারের আসরে ওয়ালটনসহ মোট ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
বিজ্ঞাপন
সম্প্রতি ওয়ালটন আরও বেশ কিছু মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে, যার মধ্যে রয়েছে ইএসজি ক্যাটাগরিতে ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’, গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড, এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫ এবং পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের লিড প্লাটিনাম সনদ।