Logo

গৌরবময় ২১ বছরের পথচলায় প্রসিদ্ধ বসুন্ধরা সিটি শপিং মল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর, ২০২৫, ১৯:১৮
7Shares
গৌরবময় ২১ বছরের পথচলায় প্রসিদ্ধ বসুন্ধরা সিটি শপিং মল
ছবি প্রতিনিধি।

বাংলাদেশের সবচেয়ে বড় ও আধুনিক শপিং ডেস্টিনেশন বসুন্ধরা সিটি শপিং মল পা দিয়েছে ২১ বছরে।

বিজ্ঞাপন

শনিবার (৪ অক্টোবর) জমকালো আয়োজনে উদযাপিত হয় এর প্রতিষ্ঠাবার্ষিকী।

এ উপলক্ষে দিনব্যাপী আয়োজনের শুরু হয় লেভেল-১ এর অ্যাট্রিয়ামে সকাল ১০টায় বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে। এরপর একে একে চলে নানা বিনোদনমূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যা দিনটিকে পরিণত করে উৎসবের আবহে।

বসুন্ধরা গ্রুপের ডিএমডি ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা বলেন, ‘আজ আমরা একত্রিত হয়েছি বসুন্ধরা সিটি শপিং মলের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য এবং আপনাদের সবাইকে স্বাগত জানাতে পারা আমার জন্য অত্যন্ত গৌরবের বিষয়। বসুন্ধরা সিটি শপিং মল আমাদের মাঝে এসেছে একজন স্বপ্নদ্রষ্টা, উদ্ভাবক ও পথপ্রদর্শকের দৃষ্টিভঙ্গি থেকে যিনি বাংলাদেশের প্রথম আধুনিক শপিং মল গড়ার ধারণা বাস্তবায়ন করেছেন। তিনি আর কেউ নন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। বসুন্ধরা সিটি আজ শুধুমাত্র একটি শপিং মল নয়, এটি এমন একটি জায়গা যেখানে পরিবার, বন্ধু-বান্ধব ও দর্শনার্থীরা কোয়ালিটি টাইম উপভোগ করতে আসে। আমাদের লক্ষ্য হচ্ছে এই অভিজ্ঞতাকে আরও স্মরণীয় ও আনন্দময় করা।’

বিজ্ঞাপন

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে দর্শকদের জন্য ফ্ল্যাশ মব, ফ্যাশন ফেস্ট এবং কনসার্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পী প্রীতম হাসান এবং দেবশ্রী অন্তরার মনোমুগ্ধকর পরিবেশনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন।

এসব আয়োজনে পাশে থাকার জন্য অংশগ্রহণকারী ব্র্যান্ড ক্লাব হাউস, ফ্রীল্যান্ড, বে, তুরাগ একটিভ, ইরানি বোরকা বাজারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বসুন্ধরা সিটি শপিং মল তাদের গ্রাহক, অংশীদার এবং কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় একুশ বছরের সাফল্যের যাত্রা উদযাপন করেছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাই একসাথে এই গৌরবময় যাত্রার আনন্দ ভাগাভাগি করেছে।

বিজ্ঞাপন

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

গৌরবময় ২১ বছরের পথচলায় প্রসিদ্ধ বসুন্ধরা সিটি শপিং মল