Logo

ইসলামিক ব্যাংকিংয়ে শুল্ক ইস্যুতে এনবিআরের আশ্বাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ জানুয়ারি, ২০২৬, ২০:২১
ইসলামিক ব্যাংকিংয়ে শুল্ক ইস্যুতে এনবিআরের আশ্বাস
ছবি প্রতিনিধি।

ইসলামিক ব্যাংকিং ও প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার মধ্যে ট্রেড ফ্যাসিলিটি ঋণ ও বিনিয়োগ সুবিধার ওপর আবগারী শুল্ক হিসাবায়ন সংক্রান্ত বিদ্যমান বৈষম্য নিরসনের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সঙ্গে বৈঠক করেছে ইসলামিক ব্যাংকসমূহের শীর্ষ সংগঠন ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ)।

বিজ্ঞাপন

সোমবার (২৬ জানুয়ারি) আইবিসিএফ চেয়ারম্যান খাজা শাহরিয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে এনবিআরের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন।

আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে অনুষ্ঠিত বৈঠকে ট্রেড ফ্যাসিলিটি ঋণ ও বিনিয়োগ সুবিধার উপর আবগারী শুল্ক হিসাবায়ন সংক্রান্ত প্রচলিত ব্যাংকিং ও ইসলামিক ব্যাংকিং-এর মধ্যে বিদ্যমান পার্থক্যের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজ্ঞাপন

জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি মনোযোগের সাথে শুনেন এবং প্রচলিত আইনী কাঠামোর মধ‍্যে সমস্যাটি সমাধানে

প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস প্রদান করেন ।

সভায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানও এনবিআরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের মধ্যে

বিজ্ঞাপন

ট্যাক্স লিগ্যাল এন্ড এনফোরসম্যান্ট এর সদস্য এ কে এম বদিউল আলম, সিআইসি এর ডিরেক্টর জেনারেল আহসান হাবিব

এবং ভ্যাট পলিসির মো. মশিউর রহমান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান, শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাফাত উল্লা খান, আইবিসিএফ এর অনারারী সেক্রেটারি নূরুল ইসলাম খলিফা, স্ট্যান্ডার্ড ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান, প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী এবং আইবিসিএফ এর সহকারি সচিব

জাহাঙ্গীর আলম।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD