Logo

এনআরবিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ জানুয়ারি, ২০২৬, ১৬:০৮
এনআরবিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

এনআরবিসি ব্যাংক পিএলসি-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ‘বিজকন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার, (২৪ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ‘লিডিং দ্য চেঞ্জ’ স্লোগানে আয়োজিত এই সম্মেলনের প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।

বিজ্ঞাপন

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর ও মো.আনোয়ার হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো নুরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, এফসিএ ও উপব্যবস্থাপনা পরিচালক এবং সিওও মুহাম্মদ আব্দুল কাইয়ুম খান উপস্থিত ছিলেন।

এছাড়াও ব্যাংকের বিভিন্ন বিভাগীয় ও জোনাল প্রধানসহ সারা দেশের শাখা ও উপশাখার প্রধানগণ সম্মেলনে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

সম্মেলনে ২০২৫ সালের ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ২০২৬ সালের সম্ভাবনা, ব্যবসায়িক লক্ষ্যমাত্রা এবং কৌশলগত অগ্রাধিকার নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া এনআরবিসি ব্যাংককে টেকসই, সুশাসিত ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি সুশাসন জোরদার, ঝুঁকি ব্যবস্থাপনা উন্নয়ন এবং গ্রাহকসেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্বয়ংক্রিয়তা, তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং সর্বোত্তম কর্পোরেট গভর্ন্যান্সকে ব্যাংকের দীর্ঘমেয়াদি কৌশলের মূল উপাদান হিসেবে উল্লেখ করেন। সিএমএসএমই অর্থায়নের বিষয়ে তিনি জানান, ডিজিটাল চ্যানেল ও ন্যানো-ক্রেডিটসহ বিশেষায়িত পণ্যের মাধ্যমে এ খাতে ঋণ সম্প্রসারণে ব্যাংক ইতোমধ্যে একটি সমন্বিত ও ভবিষ্যতমুখী কৌশল প্রণয়ন করেছে।

বিজ্ঞাপন

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান ২০২৫ সালের ব্যবসায়িক ফলাফল উপস্থাপন করেন এবং খেলাপি ঋণ কমানো ও অবলোপনকৃত ঋণ আদায়কে অগ্রাধিকার দিয়ে ২০২৬ সালের রোডম্যাপ তুলে ধরেন। এছাড়া শাখা ও উপশাখার বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে এমএসএমই অর্থায়ন সম্প্রসারণ, বিনা ও স্বল্প খরচের আমানত সংগ্রহ এবং ব্যাংকিং সেবা বঞ্চিত জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভূক্তির ওপর গুরুত্ব দেন। নির্ধারিত লক্ষ্য অর্জনে সামষ্টিক উদ্যোগ বাস্তবায়নের আহ্বান জানান তিনি, যা ব্যাংকের আর্থিক সক্ষমতা আরও সুদৃঢ় করবে।

বিজকন-২০২৬ সম্মেলনে এনআরবিসি ব্যাংকের কৌশলগত দিকনির্দেশনা এবং টেকসই ও গ্রাহককেন্দ্রিক প্রবৃদ্ধির দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD