Logo

ওয়ালটন এসির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ জানুয়ারি, ২০২৬, ১৮:৩৩
ওয়ালটন এসির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ
ছবি: সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় এয়ারকন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে যুক্ত হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সফল পেসার তাসকিন আহমেদ। নতুন চুক্তির মাধ্যমে তিনি এখন থেকে ‘ফেস অব ওয়ালটন এসি’ হিসেবে ব্র্যান্ডটির প্রতিনিধিত্ব করবেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সুপরিচিত ওয়ালটনের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাসকিন আহমেদ। তিনি জানান, দেশের একটি স্বনামধন্য ও জনপ্রিয় ব্র্যান্ডের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া তার জন্য গর্বের।

এ উপলক্ষে রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের করপোরেট কার্যালয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ওয়ালটন এসির সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেন তাসকিন আহমেদ।

বিজ্ঞাপন

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওয়ালটনের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আমিন খান। এ সময় ওয়ালটনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

নতুন এই অংশীদারত্বের মাধ্যমে ওয়ালটন এসির ব্র্যান্ড প্রচারে তাসকিন আহমেদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD