Logo

গ্রীণ অ্যাপেল এনভায়রনমেন্ট অ্যাওয়ার্ড পেল ‘আর্থস অ্যান্টস’

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ জানুয়ারি, ২০২৬, ১৫:১০
গ্রীণ অ্যাপেল এনভায়রনমেন্ট অ্যাওয়ার্ড পেল ‘আর্থস অ্যান্টস’
ছবি: সংগৃহীত

বাংলাদেশের যুবনির্ভর পরিবেশবাদী সংগঠন আর্থস অ্যান্টস ইতিহাস গড়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেল। যুক্তরাজ্যের লন্ডনের হাউজ অফ লর্ডস, ওয়েস্টমিনস্টার প্যালেসে ১৭ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশ্বব্যাপী পরিবেশ সংরক্ষণ ও টেকসই উদ্ভাবনের ক্ষেত্রে সর্বোচ্চ সম্মাননা হিসেবে বিবেচিত ‘গ্রীণ অ্যাপেল এনভায়রনমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করে আর্থস অ্যান্টস।

বিজ্ঞাপন

এই প্রথম কোনো বাংলাদেশি সংগঠন এ মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছে। ৭০০-এরও বেশি মনোনয়নের মধ্য থেকে নির্বাচিত হওয়া আর্থস অ্যান্টস তাদের পরিবেশবান্ধব কর্মসূচি, গবেষণাভিত্তিক প্রকল্প, শিক্ষামূলক কার্যক্রম এবং কমিউনিটি অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেয়েছে।

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এই পুরস্কারটি সেইসব প্রতিষ্ঠান ও সংগঠনকে সম্মানিত করে, যারা পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নে দৃশ্যমান ও ইতিবাচক অবদান রাখে। এই স্বীকৃতি আর্থস অ্যান্টসকে বিশ্বজুড়ে পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নে নেতৃত্বদানকারী সংগঠনগুলোর এক অনন্য কাতারে অবস্থান প্রদান করেছে।

বিজ্ঞাপন

মিরাজুল ইসলাম-এর নেতৃত্বাধীন আর্থস অ্যান্টস একটি সম্পূর্ণ যুবনির্ভর পরিবেশবাদী সংগঠন। তারা গবেষণাভিত্তিক কর্মসূচি, কমিউনিটি প্রকল্প, কৌশলগত অংশীদারিত্ব এবং পরিবেশ মনোবিজ্ঞানভিত্তিক কর্মশালার মাধ্যমে বাংলাদেশজুড়ে টেকসই জীবনধারা ও নেতৃত্ব বিকাশে কাজ করছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মিরাজুল ইসলাম বলেন, এই পুরস্কার সেই তরুণদের সম্মিলিত স্বপ্ন ও পরিশ্রমের প্রতিফলন, যারা বিশ্বাস করে পরিবেশ সংরক্ষণ ও টেকসই পরিবর্তন আঞ্চলিকভাবে শুরু হলেও তার প্রভাব বৈশ্বিক পরিসরে পৌঁছাতে পারে। এটি বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত এবং টেকসই ভবিষ্যতের জন্য কাজ করা প্রতিটি তরুণের অনুপ্রেরণা।

বিজ্ঞাপন

কোষাধ্যক্ষ রাফি আহমেদ বলেন, প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে এই সম্মান অর্জন করে আর্থস অ্যান্টস বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের পরিবেশগত দায়বদ্ধতার ক্রমবর্ধমান অঙ্গীকারকে প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত।

এ অর্জন শুধু আর্থস অ্যান্টসের নেতৃত্ব ও সক্ষমতাকেই তুলে ধরে না, বরং বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের যুবকদের টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার জন্য অনুপ্রেরণা জোগায়। এভাবেই প্রথমবারের মতো বাংলাদেশের একটি সংগঠন আন্তর্জাতিক পর্যায়ে পরিবেশ রক্ষায় নিজেদের প্রভাব এবং দায়বদ্ধতা প্রতিষ্ঠা করল।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD