Logo

সেরা কর্পোরেট অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদযাপন করলো ওয়ালটন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ জানুয়ারি, ২০২৬, ১৯:৪৯
সেরা কর্পোরেট অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদযাপন করলো ওয়ালটন
ছবি: সংগৃহীত

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি কর্পোরেট সুশাসন ও ব্যবস্থাপনায় ধারাবাহিক উৎকর্ষের স্বীকৃতি হিসেবে টানা পঞ্চমবার আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স এবং টানা চতুর্থবার আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড অর্জন করেছে। এই সাফল্য উদযাপন উপলক্ষে জমকালো আয়োজন করে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের কর্পোরেট অফিসে ‘সেলিব্রেটিং কর্পোরেট অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, এফসিএস।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান বলেন, গুণগত মান, আধুনিক প্রযুক্তি ও সাশ্রয়ী মূল্যের দিক থেকে ওয়ালটন আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সঙ্গে সফলভাবে প্রতিযোগিতা করছে। দেশীয় ব্র্যান্ড হিসেবে বাজারে বিদেশি পণ্যের আধিপত্য ভেঙে দিয়ে ওয়ালটন শুধু আমদানি নির্ভরতা কমায়নি, বরং রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আইওটি ও এআইভিত্তিক হাই-টেক পণ্য উৎপাদনের মাধ্যমে বৈশ্বিক বাজারে ওয়ালটনের অবস্থান আরও শক্তিশালী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে আইসিবি চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেন, ওয়ালটনের উৎপাদন ব্যবস্থা অত্যন্ত সুসংগঠিত ও বিস্তৃত। এক সময় দেশের ইলেকট্রনিক্স বাজারে বিদেশি ব্র্যান্ডের একচেটিয়া দখল থাকলেও ওয়ালটন সেই চিত্র পাল্টে দিয়েছে। ধারাবাহিক বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি উৎপাদন সক্ষমতা বাড়িয়ে দেশের শিল্পখাতে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। পুঁজিবাজারে মৌলভিত্তি শক্তিশালী কোম্পানির মধ্যে ওয়ালটন অন্যতম বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, ওয়ালটন কারখানা স্থাপন থেকে শুরু করে উৎপাদন প্রক্রিয়া, কর্মপরিবেশ, আর্থিক প্রতিবেদন ও কর্পোরেট গভর্ন্যান্স—সব ক্ষেত্রেই আন্তর্জাতিক মানের কমপ্লায়েন্স অনুসরণ করে। এই স্বচ্ছতা ও জবাবদিহিতার স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি দক্ষিণ এশিয়ার শীর্ষ কর্পোরেট প্রতিষ্ঠানের কাতারে জায়গা করে নিয়েছে এবং ‘সাফা গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, পরিবেশবান্ধব শিল্পায়নের স্বীকৃতি হিসেবে ওয়ালটনের মোল্ড অ্যান্ড ডাই ফ্যাক্টরি কমপ্লেক্স লিড প্লাটিনাম সনদ পেয়েছে। পাশাপাশি ইএসজি ক্যাটাগরিতে ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’ এবং টেকসই ক্লিন এনার্জি উদ্যোগের জন্য ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে ওয়ালটন।

ওয়ালটনের কারখানায় দেশের সর্ববৃহৎ ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিষ্ঠানটি দেশের প্রথম লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদন কারখানা স্থাপনের কাজও এগিয়ে নিচ্ছে। এর ফলে এ খাতে আমদানি নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

সমাপনী বক্তব্যে ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম বলেন, কর্পোরেট কমপ্লায়েন্সের বিষয়ে ওয়ালটন কখনো আপোষ করে না। উৎপাদন, আর্থিক প্রতিবেদন, কর প্রদান ও মানবসম্পদ ব্যবস্থাপনা—সব ক্ষেত্রে নিয়মনীতি মেনে চলার ফলেই ওয়ালটন নিয়মিতভাবে বিভিন্ন পেশাজীবী প্রতিষ্ঠান থেকে সেরা কর্পোরেট সম্মাননা অর্জন করছে।

অনুষ্ঠান শেষে টানা পাঁচবার আইসিএসবি এবং টানা চারবার আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য কেক কেটে উদযাপন করা হয়।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD