Logo

নিরপেক্ষ সার্ভে নিশ্চিত করতে ইসলামী ব্যাংকের বিশেষ আলোচনা সভা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ জানুয়ারি, ২০২৬, ২২:০৬
নিরপেক্ষ সার্ভে নিশ্চিত করতে ইসলামী ব্যাংকের বিশেষ আলোচনা সভা
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সঠিক ও নিরপেক্ষ সার্ভে প্রক্রিয়ার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে। বিনিয়োগের ঝুঁকি কমানো, ব্যাংকিং খাতের সুশাসন নিশ্চিত করা এবং গ্রাহকদের আমানতের নিরাপত্তা বজায় রাখা সবসময়ই ব্যাংকের অগ্রাধিকার বলে এ আলোচনা সভায় বলা হয়।

বিজ্ঞাপন

গত ২৭ জানুয়ারি ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নতুনভাবে তালিকাভুক্ত ৩১টি সার্ভে কোম্পানির প্রতিনিধির সঙ্গে ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা বৈঠক করেন।

সভায় ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আবদুস সালাম, এফসিএ, এফসিএস প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বলেন, ভ্যালুয়েশন বা বন্ধকী সম্পত্তির সঠিক মূল্যায়ন বিনিয়োগের স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ। নতুন তালিকাভুক্ত সার্ভে কোম্পানিগুলোকে সততা, পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন। বিশেষ অতিথির বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন। ভ্যালুয়েশন বিষয়ক বিস্তারিত উপস্থাপন করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ ফরিদ উদ্দীন।

সার্ভে কোম্পানির পক্ষ থেকে বক্তব্য দেন এ এম কে অ্যাসোসিয়েটস লিমিটেড-এর ম্যানেজিং ডাইরেক্টর আবু মোকাররম খন্দকার। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, যেমন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব আলম, মাহমুদুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ ও কে.এম. মুনিরুল আলম আল-মামুন।

বিজ্ঞাপন

আলোচনা সভায় উপরোক্ত বিষয়গুলো চিহ্নিত করা হয়—কীভাবে নতুন তালিকাভুক্ত সার্ভে কোম্পানিগুলো বন্ধকী সম্পত্তির যথাযথ মূল্যায়ন নিশ্চিত করবে, বিনিয়োগের ঝুঁকি কমাবে এবং ব্যাংকিং সেক্টরে স্বচ্ছতা বজায় রাখবে। ব্যাংকের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগকে গ্রাহক ও বাজারের জন্য গুরুত্বপূর্ণ বলে অভিহিত করা হয়, যা ইসলামী ব্যাংকের দীর্ঘমেয়াদী দায়বদ্ধতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

সভা শেষে ব্যাংক ও সার্ভে কোম্পানিগুলো সুষ্ঠু সমন্বয় বজায় রেখে আগামীতে নিরপেক্ষ, স্বচ্ছ এবং আধুনিক মানসম্পন্ন সার্ভে প্রক্রিয়া চালু করার অঙ্গীকার ব্যক্ত করে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD