Logo

যশোর বিমানবন্দরে এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ ২০২৬ অনুষ্ঠিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ জানুয়ারি, ২০২৬, ১৮:১৭
যশোর বিমানবন্দরে এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ ২০২৬ অনুষ্ঠিত
ছবি প্রতিনিধি।

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও)-এর নির্দেশনা অনুযায়ী যশোর বিমানবন্দরে অনুষ্ঠিত হয়েছে ‘এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ–২০২৬’ শীর্ষক পূর্ণাঙ্গ নিরাপত্তা মহড়া। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় এই মহড়া অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ICAO Standards and Recommended Practices (SARPs) Ges National Civil Aviation Security Programme (NCASP) এর নির্দেশনা অনুযায়ী প্রতিটি বিমানবন্দরে প্রতি দুই (০২) বছরের মধ্যে একবার Airport Security Exercise আয়োজন করা আবশ্যক। তারই ধারাবাহিকতায় হাইজ্যাক, বোমা হামলাসহ নানাবিধ ঝুঁকি মোকাবেলার সক্ষমতা যাচাই এবং অংশীজনদের প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যেই এই মহড়ার আয়োজন করা হয়।

মহড়ার দৃশ্যপটে দেখা যায়, সকাল ১১টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরগামী এয়ার বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (এয়ার বাংলাদেশ-২৪৭) যাত্রা করে। বিমানটিতে ১০ জন যাত্রী ছিল। বিমানটি উড্ডয়নের ১০ মিনিটের মধ্যে বিমানবন্দর ব্যবস্থাপক, যশোরের নিকট একটি বেনামী টেলিফোন কল আসে। যেখানে কলদাতা জানান যে, বিমানের ভেতরে একটি বোমা রাখা হয়েছে। তিনি আর কোনো তথ্য না দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। বিমানবন্দর ব্যবস্থাপক, যশোর দ্রুত বিষয়টি কন্ট্রোল টাওয়ারকে অবহিত করেন। পরবর্তীতে কন্ট্রোল টাওয়ার দ্রুত বিষয়টি যশোর বিমানবন্দরের Aviation Security In-Charge কে জানান এবং Airport Fire Station কে Standby থাকতে বলেন।

বিজ্ঞাপন

পরিস্থিতি পর্যালোচনা করে এবং হুমকিকে বাস্তবসম্মত বিবেচনায় নিয়ে বিমানবন্দর ব্যবস্থাপক Risk Advisory Group-এর সঙ্গে আলোচনা করে Full Airport Emergency ঘোষণা করেন এবং ইমার্জেন্সি অপারেশন সেন্টার (EOC) সক্রিয় করার নির্দেশ দেন। পরবর্তীতে EOC বিমানবাহিনী, সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং মেডিকেল ইউনিটসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাকে অবহিত করে এবং সমন্বয় কার্যক্রম পরিচালনা করে।

এ মহড়ায় অংশগ্রহণ করেন বেবিচক, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, এপিবিএন, আনসার, সিভিল সার্জন ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল টিম এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও ডিফেন্সসহ সংশ্লিষ্ট একাধিক সংস্থা।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি (Air Vice Marshal Md Mostafa Mahmood Siddiq, BSP, GUP, ndc, afwc, acsc, psc) প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্যক্রম প্রত্যক্ষ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অতিরিক্ত সচিব এবং বেবিচকের সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান (S M Lablur Rahman)। মহড়ার মূল পরিকল্পনাকারী ছিলেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মোঃ আসিফ ইকবাল, বিএসপি, বিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি) (Air Commodore Md Asif Iqbal, BSP, BUP, ndc, afwc, psc, GD(P))।

বিজ্ঞাপন

যশোর বিমানবন্দরে আয়োজিত এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ–২০২৬ এ প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতে মহড়ায় অংশগ্রহণকারী সকল অংশীজনকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ধরনের নিরাপত্তা মহড়া কেবল সম্ভাব্য দুর্বলতা চিহ্নিত করার ক্ষেত্রেই সহায়ক নয়, বরং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করে যাত্রীসেবায় আন্তর্জাতিক মান নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখে। মহড়ার সফলতাকে সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীলতার একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে উল্লেখ করে প্রধান অতিথি আশাবাদ ব্যক্ত করেন যে, এর মাধ্যমে ভবিষ্যতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত ও দক্ষতার সঙ্গে মোকাবিলা করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, গত ১৮ অক্টোবর ২০২৫ তারিখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় বেবিচক, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, এপিবিএন, আনসার, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে কাজ করে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর ফলে সেদিন রাত ৯টার মধ্যেই বিমানবন্দরের কার্যক্রম পুনরায় স্বাভাবিক করা সম্ভব হয়েছিল।

বিজ্ঞাপন

চলতি বছর অনুষ্ঠিতব্য আইকাও নিরাপত্তা অডিটের প্রস্তুতির ক্ষেত্রে এ ধরনের মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথি আরও বলেন আপনারা জেনে আনন্দিত হবেন যে, যশোর বিমানবন্দরের নতুন বহির্গমন টার্মিনাল ভবন ও নতুন এপ্রোনের নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পাশাপাশি বিদ্যমান রানওয়ের শক্তিবৃদ্ধিকরণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। এ প্রকল্পটি বাস্তবায়িত হলে রানওয়ের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে আরও বড় আকারের বিমান নিরাপদভাবে ওঠানামা করার সুযোগ সৃষ্টি হবে।

মহড়ায় আরও উপস্থিত ছিলেন বেবিচকের কর্মকর্তাবৃন্দ, অংশগ্রহণকারী বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ এবং গণমাধ্যমের ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD