Logo

বাংলাদেশ মেরিটাইম ল’ সোসাইটির সেমিনার অনুষ্ঠিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৪
10Shares
বাংলাদেশ মেরিটাইম ল’ সোসাইটির সেমিনার অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

‘ওয়ার্ল্ড মেরিটাইম ডে, ২০২৫’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ মেরিটাইম ল’ সোসাইটি (BMLS) ‘আওয়ার ওশান, আওয়ার অবলিগেশন, আওয়ার অপরচুনিটি’ শীর্ষক সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানটি গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ বিকেল ৩টায় সিআইআরডিএপি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিচারপতি এ.এফ.এম. আব্দুর রহমান (অব.), বাংলাদেশ সুপ্রিম কোর্টের (হাইকোর্ট বিভাগ) সাবেক বিচারপতি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আখতার হোসেন, এনইউপি, এনডিসি, পিএসসি, পিএইচডি, উপাচার্য ও বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়।

বিশেষ অতিথি ছিলেন কমোডর সৈয়দ মিসবাহ উদ্দিন আহমেদ (অব.), মহাপরিচালক, বিআইএমআরএডি (BIMRAD) এবং মি. এস. এম. মইনুল ইসলাম, কান্ট্রি ম্যানেজার, Tyser Group Services Ltd., লন্ডন।

বিজ্ঞাপন

মূল প্রবন্ধ উপস্থাপন করেন মি. মোহিউদ্দিন আব্দুল কাদির, সভাপতি, BMLS ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী; মি. মোহাম্মদ আব্দুল হাই, বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত, থাইল্যান্ড; এবং ড. মীর তারেক আলী, অধ্যাপক, NAME ও বুয়েট। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শ্বেতা মিশ্র, প্রধান, MCLaw Services Ltd. এবং কমোডর সৈয়দ আরিফুল ইসলাম (অব.), সাবেক মহাপরিচালক, নৌপরিবহন অধিদপ্তর ও প্রজেক্ট লিড, MACN।

সেমিনারে বিচারক, আইনজীবী, শিক্ষাবিদ, জাহাজ মালিক, বন্দর কর্তৃপক্ষ, সামুদ্রিক বীমা বিশেষজ্ঞ, ফ্রেইট ফরোয়ার্ডার, কার্গো স্টেকহোল্ডারসহ সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসব সংস্থার মধ্যে ছিল নৌপরিবহন অধিদপ্তর, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ ও রিভার পুলিশ।

বিজ্ঞাপন

উক্ত সেমিনারে প্রধান অতিথি দেশের মেরিটাইম সেক্টরের উন্নয়নে আধুনিক ও উন্নত প্রযুক্তি, এআই, রোবটিক্‌স, অটোমেশন ও চ্যাটজিপিটি প্রভৃতির ব্যবহারের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে তিনি মেরিটাইম সেক্টরে দক্ষ জনবল তৈরি, মেরিটাইম পেশাজীবিদের উক্ত প্রযুক্তিসমূহে দক্ষতা উন্নয়ন এবং এই সেক্টরের উন্নয়নে একাডেমিশিয়ান, শিল্প প্রতিনিধি, ব্যবসায়ী ও আইনজীবীসহ সকল মেরিটাইম স্টেকহোল্ডারদের একযোগে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন।

আলোচনায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় সামুদ্রিক আইন ও টেকসই মহাসাগর শাসনব্যবস্থার ভূমিকার ওপর। অংশগ্রহণকারীরা একমত হন যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য মহাসাগরকে সুরক্ষিত রাখা সকলের যৌথ দায়িত্ব।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD