রাজবাড়ী সদরে সনি-র্যাংগসের ডিসপ্লে সেন্টার উদ্বোধন

বাংলাদেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড (Sony-Rangs) রাজবাড়ী সদরে উদ্বোধন করেছে তাদের নতুন সনি-র্যাংগস এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার।
বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড-এর চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোস্তফা ওয়াকি চৌধুরী (এফসিএ)। এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ জানে আলম ও রফিকুল ইসলাম, জেনারেল ম্যানেজার মো. রবিউল আলম, হেড অফ ডিলার সেলস মো. কাজী রফিকুল ইসলাম, এবং প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সম্মানিত ক্রেতারাও অংশ নেন।
শো-রুমটির দায়িত্বে রয়েছেন কে. এ. শিহাব।
নতুন এ এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টারে সনি’র অত্যাধুনিক প্রযুক্তির Sony BRAVIA OLED, 4K Google TV, হোম অডিও ও ভিডিও সিস্টেমের পাশাপাশি LG 4K UHD, NanoCell TV, AI Inverter Refrigerator, Washing Machine, NeoChef Microwave Oven ও Water Puricare-সহ নানা আধুনিক পণ্য পাওয়া যাবে। এছাড়া Whirlpool, Electrolux, Kelvinator, Rangs, Hisense, Panasonic-সহ বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের অফিসিয়াল পণ্যেরও বিপুল সমাহার থাকবে।
বিজ্ঞাপন
উদ্বোধন উপলক্ষে চলছে সাত দিনের আকর্ষণীয় ডিসকাউন্ট, ফ্রি গিফট ও নানা চমক। গত চার দশক ধরে র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের নির্ভরযোগ্য ও মানসম্মত ইলেকট্রনিক্স পণ্য বাংলাদেশের বাজারে সরবরাহ করে আসছে।