Logo

যাত্রীসেবা উন্নয়নে সৈয়দপুর বিমানবন্দরে গণশুনানি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৪৫
21Shares
যাত্রীসেবা উন্নয়নে সৈয়দপুর বিমানবন্দরে গণশুনানি
ছবি প্রতিনিধি।

গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতি মাসে গণশুনানি আয়োজনের অংশ হিসেবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা উন্নয়নে গণশুনানির আয়োজন করে।

বিজ্ঞাপন

সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ২টা ১৫ মিনিটে অনুষ্ঠিত এ গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন বেবিচকের সদস্য (প্রশাসন) ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এস এম লাবলুর রহমান। এতে সম্মানিত যাত্রীসাধারণ, এয়ারলাইন্সের প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন স্টেকহোল্ডার অংশ নেন।

গণশুনানিতে উপস্থিত যাত্রীরা যাত্রীসেবার মানোন্নয়নের নানা দিক তুলে ধরেন এবং ভবিষ্যৎ উন্নয়নের জন্য পরামর্শ প্রদান করেন। প্রধান অতিথি যাত্রীদের উত্থাপিত সমস্যাগুলোর মধ্যে যেগুলো তাৎক্ষণিক সমাধানযোগ্য, সেগুলো সমাধানের নির্দেশ দেন বিমানবন্দর ব্যবস্থাপককে। দীর্ঘমেয়াদি ও নীতি নির্ধারণী পর্যায়ের সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে বলেও তিনি জানান।

আলোচনায় সৈয়দপুর থেকে ঢাকাগামী বিমানের ভাড়া নিয়ে অস্বাভাবিক ওঠানামা এবং টিকিট সিন্ডিকেট সমস্যা বিশেষভাবে উঠে আসে। এসব বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন প্রধান অতিথি।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

যাত্রীসেবা উন্নয়নে সৈয়দপুর বিমানবন্দরে গণশুনানি