Logo

বিএসটিআই’র ক্যালিব্রেশন ফি হ্রাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৫
7Shares
বিএসটিআই’র ক্যালিব্রেশন ফি হ্রাস
ফাইল ছবি।

সেবাগ্রহীতাদের দাবি এবং শিল্প খাতে মান সম্পন্ন পণ্য উৎপাদনে উৎসাহ প্রদানের লক্ষ্যে ক্যালিব্রেশন ফি হ্রাস করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানের ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরি (NML-BSTI) এ্যাক্রেডিটেড ৬ (ছয়) টি ল্যাবরেটরি থেকে প্রদত্ত ক্যালিব্রেশন সেবা মূল্য হ্রাস করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত বিএসটিআই’র ৪১ তম কাউন্সিল সভায় সিদ্ধান্তের প্রেক্ষিতে বিএসটিআই হ্রাসকৃত ফি বাস্তবায়ন করছে।

এর ফলে শিল্প কারখানা, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, টেস্টিং ও ক্যালিব্রেশন ল্যাবরেটরি, সরকারি/বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, এলপিজি/এলএনজি বটলিং প্লান্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহৃত নানাবিধ যন্ত্রপাতি পূর্বের তুলনায় অর্ধেকেরও কম মূল্যে আন্তর্জাতিক মানসম্পন্ন ক্যালিব্রেশন সেবা গ্রহণ করতে পারবে।

এ্যাক্রেডিটেশন প্রাপ্ত ৬ (ছয়) টি ল্যাবের মধ্যে মাস মেজারমেন্ট ল্যাবরেটরি থেকে বাটখারা, ওজনযন্ত্র; লেন্থ এন্ড ডাইমেনশন ল্যাবরেটরি থেকে মিটার স্কেল, মেজারিং টেপ, মাইক্রোমিটার, ভার্ণিয়ার ক্যালিপার্স, থিকনেস গেজ, গেজ ব্লক ইত্যাদি, ভলিউম মেজারমেন্ট ল্যাবরেটরি থেকে ভলিউমেট্রিক মেজার্স, গ্লাসওয়ার, মাইক্রোপিপেট ইত্যাদি; টেম্পারেচার মেজারমেন্ট ল্যাবরেটরি থেকে থার্মোমিটার, ওভেন, ফারনেস, অটোক্লেভ, ইনকিউবেটর, হাইগ্রোমিটার, ডাটালগার; ফোর্স এন্ড প্রেসার ল্যাবরেটরি থেকে প্রেসার গেজ, ব্লাড প্রেসার মেশিন এবং ইলেকট্রিক্যাল, টাইম এন্ড ফ্রিকুয়েন্সি ল্যাবরেটরি থেকে স্টপওয়াচ, টাইমার, ভোল্টেজ (এসি/ডিসি), কারেন্ট (এসি/ডিসি), রেজিস্টেন্স, ওহমমিটার, ক্যাপাসিটেন্স, ওয়াটমিটার, ক্লাম্পমিটার ইত্যাদি সুলভ মূল্যে পরীক্ষা করা যাচ্ছে।

বিজ্ঞাপন

উক্ত ক্যালিব্রেশন ফি হ্রাসের ফলে দেশের বিভিন্ন শিল্পখাত, গবেষণা ও সেবা প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানসম্পন্ন ক্যালিব্রেশন সেবা গ্রহণে আরও আগ্রহী হবে এবং এর মাধ্যমে দেশে উৎপাদিত পণ্যের মানোন্নয়ন ও ভোক্তা স্বার্থ সংরক্ষণ আরও সুদৃঢ় হবে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD