জীবনের প্রয়োজন মেটাতে আধুনিক প্রযুক্তি নিয়ে হাজির ইনোভার

সময় বদলেছে, জীবন বদলেছে, বদলেছে মানুষের প্রতিদিনের চাহিদাও। সেই পরিবর্তিত চাহিদা মেটাতে বাংলাদেশে নতুন করে স্মার্ট ও আধুনিক প্রযুক্তির পণ্য নিয়ে এসেছে আকিজ রিসোর্স-এর ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার, যা লাইফের প্রতিটি মুহূর্তে ব্যবহারকারীকে প্রস্তুত রাখবে।
বিজ্ঞাপন
গত ৮ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টার-এ অনুষ্ঠিত ইনোভার ব্র্যান্ড লঞ্চ ইভেন্ট ছিল বর্ণাঢ্য ও আকর্ষণীয়। ইলেকট্রিক্যালস, হোম অ্যাপ্লায়েন্স, ওয়াটার পাম্প ও টুলস প্রতিটি ক্যাটাগরিতে ইনোভার আনে স্মার্ট প্রযুক্তি ও আধুনিক মান নিশ্চিত, যা ঘরের এবং বাইরে দৈনন্দিন জীবনকে সহজ করবে।
আকিজ রিসোর্স-এর ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন বলেন, আমরা শুধু একটি কর্পোরেট হাউজ নয়, মানুষের জীবনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের অঙ্গীকার। ইনোভার বিশ্বাস করে প্রতিটি মানুষের জীবনে নতুন সম্ভাবনা আছে। সেই সম্ভাবনার পথে এগিয়ে যেতে মানুষকে রেডি রাখার লক্ষ্যেই আমাদের পণ্য প্রস্তুত।
বিজ্ঞাপন
অন্যদিকে, আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেড-এর চিফ এক্সিকিউটিভ অফিসার মাসুদ আল আমিন রাজীব বলেন, মানুষ প্রতিদিন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। ইনোভার সেই চ্যালেঞ্জ মোকাবিলার সহজ পথ তৈরি করছে। আমাদের পণ্যে সর্বোচ্চ মান নিশ্চিত করা হয়েছে এবং আমরা আশাবাদী মানুষ এগুলো আস্থার সঙ্গে ব্যবহার করবে।
লঞ্চ ইভেন্টের অন্যতম আকর্ষণ ছিল এলইডি ট্রোন ড্যান্স শো, ইন্টারঅ্যাকটিভ এলইডি পারফরম্যান্স এবং স্যান্ড আর্ট স্টোরি, যা শেখ আকিজ উদ্দিনের সাফল্যগাঁথা প্রদর্শন করেছিল। এছাড়া, অনুষ্ঠানে ইনোভার-এর থিম সং পরিবেশন করেন জনপ্রিয় গায়িকা মাশা, এবং লাইভ মিউজিক পারফরম্যান্স করেন আনিকা ও সাব্বির।
ইভেন্টের রেজিস্ট্রেশন, এন্ট্রি ম্যানেজমেন্ট, র্যাফেল ড্র ও গিফট ডিস্ট্রিবিউশন সবই অনলাইন ভিত্তিকভাবে পরিচালিত হয়, যা সুষ্ঠু ব্যবস্থাপনার নিশ্চয়তা দিয়েছে।
বিজ্ঞাপন
লঞ্চে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন, চেয়ারম্যান ফারিয়া হোসাইন, সিবিডিও মোহাম্মদ তৌফিক হাসান, চিফ এক্সিকিউটিভ অফিসার মাসুদ আল আমিন রাজীব, হেড অফ মার্কেটিং মোঃ সাজ্জাদুল ইসলাম, ডেপুটি চিফ অপারেটিং অফিসার সোহানুর রহমান সোহান, হেড অফ অপারেশন মোঃ তৌহিদুল ইসলাম ফয়সাল, ক্লাস্টার চীফ ফাইন্যান্সিয়াল অফিসার কাজী মোত্তাকিন হোসেন, পাশাপাশি সম্মানিত ডিলার, ডিস্ট্রিবিউটর, বিভিন্ন ব্যাংকের উর্ধতন কর্মকর্তা এবং বিদেশী অতিথিরা।
ইনোভার লঞ্চ ইভেন্ট প্রমাণ করে, প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ, স্মার্ট এবং প্রস্তুত রাখা সম্ভব। এটি আকিজ রিসোর্সের জন্য একটি নতুন অধ্যায়, যেখানে প্রতিদিনের প্রয়োজন অনুযায়ী মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনরায় দৃঢ়ভাবে প্রতিফলিত হয়েছে।








