সরকারি কর্মচারী হাসপাতালের ক্যাফেটারিয়া চালাবে পর্যটন করপোরেশন

রাজধানীর ফুলবাড়িয়ায় অবস্থিত ৫০০ শয্যাবিশিষ্ট সরকারি কর্মচারী হাসপাতালের ক্যাফেটারিয়ায় রোগী, এটেনডেন্ট, চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবার নিশ্চিত করতে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২০ নভেম্বর) আগারগাঁওয়ে পর্যটন ভবনে আয়োজিত অনুষ্ঠানে সরকারি কর্মচারী হাসপাতালের পক্ষে পরিচালক (প্রশাসন) মো. সাইদুজ্জামান এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের পক্ষে মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) আ ন ম মোস্তাদুদ দস্তগীর চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্যটন করপোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মিজ সায়েমা শাহীন সুলতানা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মো. আ. রাজ্জাক সরকার।
বিজ্ঞাপন
চুক্তি অনুযায়ী, আগামী জানুয়ারি মাস থেকে বাংলাদেশ পর্যটন করপোরেশন ক্যাফেটারিয়াটির পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা ও ক্যাটারিং সেবার দায়িত্ব গ্রহণ করবে। প্রাথমিকভাবে এ চুক্তি ৫ বছরের জন্য করা হয়েছে, যা উভয় পক্ষের সম্মতিতে পরবর্তীতে নবায়ন করা যাবে।
পর্যটন করপোরেশনের চেয়ারম্যান বলেন, ‘সাশ্রয়ী মূল্যে উন্নতমানের খাবার ও সেবা দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এ চুক্তির মাধ্যমে পর্যটন করপোরেশনের সেবার ক্ষেত্র আরও সম্প্রসারিত হলো।’
অন্যদিকে হাসপাতালের মহাপরিচালক জানান, ক্যাফেটারিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ সব ধরনের সহযোগিতা করবে।
বিজ্ঞাপন
এর মাধ্যমে হাসপাতালে চিকিৎসা নিতে আসা হাজারো মানুষ এখন থেকে মানসম্মত ও স্বাস্থ্যসম্মত খাবার পাবেন বলে আশা করা হচ্ছে।








