Logo

বসুন্ধরা ‘ই’ ব্লকে উদ্বোধন হলো ‘হেরিটেজ সুইটস’-এর তৃতীয় শাখা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৫, ১৬:৩৭
7Shares
বসুন্ধরা ‘ই’ ব্লকে উদ্বোধন হলো ‘হেরিটেজ সুইটস’-এর তৃতীয় শাখা
ছবি: সংগৃহীত

বাংলাদেশের মিষ্টান্ন সংস্কৃতিতে আধুনিকতার ছোঁয়া এনে দিয়েছে প্রিমিয়াম ব্র্যান্ড‘হেরিটেজ সুইটস’। সোমবার (১০ নভেম্বর) বসুন্ধরা আবাসিক এলাকায় এই ব্রান্ডের তৃতীয় শাখা উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) এর প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীন, বিভাগীয় প্রধান অর্থ ও হিসাব বিভাগ এস এম মনিরুল ইসলাম পলাশ এবং. বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইসিসিবির কর্মকর্তা ও সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আইসিসিবি’র প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীন বলেন, মিষ্টি হাজার বছর ধরে বাংলার মানুষের ঘরে ঘরে আপ্যায়নের প্রথম ও অন্যতম খাদ্য উপকরণ। ‘হেরিটেজ সুইটস’ সবসময়ই বাংলার এই ঐতিহ্যেকে আধুনিক উপস্থাপনায় পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞাপন

বসুন্ধরায় আমাদের তৃতীয় আউটলেট উদ্বোধনের মাধ্যমে আমরা সেই প্রতিশ্রুতিকে আরও এক ধাপ এগিয়ে নিলাম। আমরা চাই প্রতিটি গ্রাহক যেন পান খাঁটি উপকরণে তৈরি নিরাপদ ও মানসম্মত মিষ্টি।

আধুনিক সাজসজ্জা ও আরামদায়ক পরিবেশে গড়ে তোলা এই আউটলেট বসুন্ধরার ‘ই’ ব্লকের ঢালী কাঁচা বাজার ও আশেপাশের বাসিন্দাদের জন্য হবে ঐতিহ্য, স্বাদ ও আনন্দের মিলনস্থল।

বিজ্ঞাপন

ঠিকানা: প্লট নং- ৮৪/এ ৮৪/বি, ব্লক-ই, ঢালি ফুড কোর্ট, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা। খোলার সময়: প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD