বিএসসিপিএলসি’র ৪০% নগদ লভ্যাংশ ঘোষণা

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) ৪০% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
বিজ্ঞাপন
রবিবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)-এর ১৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্বে করেন সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও কোম্পানির চেয়ারম্যান জনাব আব্দুন নাসের খান।অনুষ্ঠানটি ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
সভায় বিধিবদ্ধ অপরাপর বিষয়ের পাশাপাশি ২০২৪-২০২৫ অর্থবছরে কোম্পানির শেয়ারহোল্ডারগণের জন্য ৪০% নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
সভায় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য জনাব মো: জানে আলম, অতিরিক্ত সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, জনাব বিদ্যুৎ চন্দ্র আইচ, যুগ্মসচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ড. মো. মোস্তফা আকবর, অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট, সৈয়দ মুহাম্মদ কাওছার হোসেন, যুগ্মসচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, কর্নেল এ কে এম আব্দুর রহমান ফেরদৌস, পিএসসি, জনাব মো. মনিরুজ্জামান, এফসিএ, স্বতন্ত্র পরিচালক, জনাব নাসরিন ফাতেমা আউয়াল, সাবেক পরিচালক, এফবিসিসিআই এবং স্বতন্ত্র পরিচালক, বিএসসিপিএলসি ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: আসলাম হোসেন, কোম্পানি সচিব, প্রধান অর্থ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিধিবদ্ধ নিরীক্ষক প্রতিষ্ঠানের প্রতিনিধি।








