ন্যাশনাল ব্যাংকের রেমিট্যান্স ক্যাশ পেমেন্ট অটোমেশন চালু

রেমিট্যান্স সেবা আরও দ্রুত, নির্ভুল ও আধুনিক করতে “রেমিট্যান্স ক্যাশ পেমেন্ট অটোমেশন” চালু করেছে ন্যাশনাল ব্যাংক পিএলসি। ডিজিটাল রূপান্তরের ধারাবাহিকতায় ব্যাংকটির এই উদ্যোগকে একটি যুগান্তকারী অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এই স্বয়ংক্রিয় সেবার উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী। অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানদের পাশাপাশি বিভিন্ন শাখা ও উপশাখার ম্যানেজাররা অনলাইনে যুক্ত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে এমডি আদিল চৌধুরী বলেন, নতুন অটোমেশন ব্যবস্থার মাধ্যমে রেমিট্যান্স গ্রাহকরা দেশের যেকোনো শাখা বা উপশাখা থেকে অতি স্বল্প সময়ে প্রবাসী স্বজনদের পাঠানো অর্থ গ্রহণ করতে পারবেন। এই প্রযুক্তিনির্ভর প্রক্রিয়া শুধু পেমেন্টকে দ্রুত করবে না, বরং আরও নির্ভুলভাবে লেনদেনের সমন্বয়ও নিশ্চিত করবে।
বিজ্ঞাপন
ব্যাংকটির মতে, স্বয়ংক্রিয় এই ব্যবস্থা লাখ লাখ রেমিট্যান্স গ্রাহকের সেবার অভিজ্ঞতা বদলে দেবে। দ্রুত সেবা, উন্নত মানের নিশ্চয়তা এবং সারাদেশে নির্বিঘ্নে রেমিট্যান্স বিতরণ—এই তিন সুবিধাই এখন থেকে নিশ্চিত করবে ন্যাশনাল ব্যাংক।
অনুষ্ঠানে উপ-ব্যবস্থাপনা পরিচালক-ইনচার্জ কাজী কামাল উদ্দিন আহমেদ এবং ফরেন রেমিট্যান্স ডিভিশন ও রিটেইল লাইয়াবিলিটি ডিপার্টমেন্টের প্রধান মিল্টন রায় ন্যাশনাল ব্যাংকের প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তারা জানান, রেমিট্যান্স খাতে ব্যাংকটির শক্তিশালী অবস্থান আরও সুদৃঢ় হবে এই অটোমেশন ব্যবস্থার মাধ্যমে।
বিজ্ঞাপন
ডিজিটাল ব্যাংকিং সেবার নতুন অধ্যায় শুরু করে রেমিট্যান্স ক্যাশ পেমেন্ট অটোমেশন ন্যাশনাল ব্যাংকের উদ্ভাবনী উদ্যোগ ও গ্রাহকসেবা উন্নয়নের অঙ্গীকারকে আরও এগিয়ে নিল।








