চানখারপুলে ছয় হত্যাকাণ্ড মামলায় ১৭ সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষ

রাজধানীর চানখারপুলে জুলাই-আগস্ট আন্দোলনের সময় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে অষ্টম দিনের মতো সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ৫ অক্টোবর পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এ আদেশ দেন। এদিন তিনজন সাক্ষী আদালতে জবানবন্দি দেন, যার মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন। পরে তাদের জেরা করেন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা। এ নিয়ে মোট ১৭ জন সাক্ষ্য দিয়েছেন।
বিজ্ঞাপন
প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম। সহায়তায় ছিলেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান ও মামুনুর রশীদ।
এর আগে ধাপে ধাপে প্রত্যক্ষদর্শী, নিহতদের স্বজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ মোট ১৪ জন সাক্ষ্য দিয়েছিলেন। নিহত শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিকের পরিবার আদালতে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
আসামিদের মধ্যে চারজন কারাগারে আছেন- শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম। অপরদিকে পলাতক রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।
বিজ্ঞাপন
গত ১৪ জুলাই ট্রাইব্যুনাল এ মামলায় আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার আদেশ দেয়। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ গুলি চালায়। এতে বহু হতাহতের পাশাপাশি ছয়জন নিহত হন।
অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় আরেকটি মানবতাবিরোধী অপরাধ মামলার ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর এ মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।