Logo

বিদেশে বাংলাদেশ মিশনে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনের দাবিতে আইনি নোটিশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর, ২০২৫, ১৯:০৩
26Shares
বিদেশে বাংলাদেশ মিশনে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনের দাবিতে আইনি নোটিশ
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন | ফাইল ছবি

বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসগুলোতে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনের দাবিতে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান রেজিস্ট্রি ডাকযোগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বরাবর এই নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে অবস্থিত মিশন, হাইকমিশন ও দূতাবাসগুলোতে রাষ্ট্রপতির ছবি না রাখার নির্দেশ দিয়েছে। এ ধরনের নির্দেশনা দেশের নাগরিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ রাষ্ট্রপতির ছবি প্রদর্শন করা বাংলাদেশের দীর্ঘদিনের সরকারি প্রথা ও রাষ্ট্রীয় প্রোটোকলের একটি অংশ।

বিজ্ঞাপন

নোটিশে সংবিধানের অনুচ্ছেদ ৪৮(২) উদ্ধৃত করে বলা হয়েছে, রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান এবং তিনি রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন ব্যক্তি। সুতরাং তার ছবি অপসারণ করা সাংবিধানিকভাবে বেআইনি, রাষ্ট্রপ্রধানের পদমর্যাদার অবমাননা এবং রাষ্ট্রের ভাবমূর্তির জন্য ক্ষতিকর।

আইনি নোটিশে দাবি করা হয়েছে, অবিলম্বে সকল বিদেশস্থ বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন করতে হবে। পাশাপাশি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ছবিও রাষ্ট্রপতির ছবির সঙ্গে প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়েছে, ১০ দিনের মধ্যে এই নির্দেশনা কার্যকর না হলে দেশের ভাবমূর্তি রক্ষায় হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD