জুলাই গণহত্যার দায়ীরা কেউ পার পাবে না: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জুলাই গণহত্যার সঙ্গে জড়িত প্রত্যেক অপরাধীকেই বিচারের মুখোমুখি হতে হবে। তিনি স্পষ্ট করে দেন, দায়মুক্তি বা পালিয়ে গিয়ে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই।
বিজ্ঞাপন
সোমবার (৬ অক্টোবর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
চিফ প্রসিকিউটর বলেন, ‘‘ন্যায়বিচার সবসময় নিজের গতিতে চলে। আইন নিরপেক্ষভাবে কাজ করে। কেউ অপরাধ করেও পার পেয়ে যাবে, এমনটা বাংলাদেশে আর সম্ভব নয়।’’
বিজ্ঞাপন
তিনি আরও জানান, এতদিন যেসব মহল বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বা আদৌ বিচার হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছিল, এই অগ্রগতি তাদের জন্য সুস্পষ্ট জবাব। তদন্ত সম্পন্ন হওয়ার পরপরই ফরমাল চার্জ দাখিল শুরু হয়েছে এবং বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে এগোচ্ছে।
মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘‘বেশ কয়েকটি মামলা এখন চূড়ান্ত পর্যায়ে। তাই জাতির প্রত্যাশা অনুযায়ী এই নিকৃষ্টতম হত্যাকারী ও মানবতাবিরোধী অপরাধীদের বিচার বাস্তবায়নের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এগিয়ে যাচ্ছে। আশা করছি, খুব শিগগিরই মানুষের কাঙ্ক্ষিত সময়সীমার মধ্যেই বিচারকাজ শেষ করা সম্ভব হবে।’’
বিজ্ঞাপন
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মকাণ্ড জনগণের আস্থাকে আরও শক্তিশালী করবে।