Logo

ঢাকার সাবেক সিএমএম রেজাউল করিম সাময়িক বরখাস্ত

profile picture
আজাহারুল ইসলাম সুজন
১৩ অক্টোবর, ২০২৫, ১৩:২৫
12Shares
ঢাকার সাবেক সিএমএম রেজাউল করিম সাময়িক বরখাস্ত
রেজাউল করিম চৌধুরী | ছবি: সংগৃহীত

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে আইন মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে বরখাস্ত করে গত ২৯ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। আজ সোমবার বিষয়টি সামনে আসে।

মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম প্রজ্ঞাপন জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমানে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল সার্ভিসের শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী অসদাচরণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাকে সাময়িক বরখাস্ত করা যুক্তিযুক্ত মর্মে কর্তৃপক্ষের কাছে প্রতীয়মান হয়েছে। 

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে সুপ্রিম জুডিশিয়াল সার্ভিসের শৃঙ্খলা বিধিমালা-২০১৭-এর বিধি ১১ অনুযায়ী রেজাউল করিম চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ঢাকার সিএমএম থাকাকালীন রেজাউল করিম চৌধুরীর দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার নিয়ে "বিচারক রেজাউল করিম আদালতকে বানিয়েছিলেন দুর্নীতির আঁতুড় ঘর" শিরোনামে সংবাদ প্রকাশ করে দৈনিক জনবাণী।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD