কেমন আছো তোমরা, জানতে চাইলেন মামুন

স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আদালত হাজতখানা থেকে কারাগারে নেওয়ার সময় গ্রেফতার থাকা পুলিশ সদস্যদের খোঁজখবর নেন।
বিজ্ঞাপন
সেই সময় তাদের উদ্দেশে সাবেক আইজিপি বলেন, “কেমন আছো তোমরা?”। উত্তরে সবাই একসঙ্গে জানায়, “ভালো আছি স্যার।” এরপর মামুন জানতে চান, “কে কোন কারাগারে আছো?”। তারা হাসিমুখে জবাব দিলে তিনি বলেন, “সবাই দোয়া কইরো, শরীরটা ভালো যাচ্ছে না।” তখন পুলিশ সদস্যরাও তাদের জন্য দোয়া চান।
জানা গেছে, এই পুলিশ সদস্যরা আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলার আসামি।
বিজ্ঞাপন
অন্যদিকে রাজসাক্ষী হওয়ার পর থেকে সাবেক আইজিপিকে আলাদা রাখা হচ্ছে। তার সঙ্গে অন্য কারও দেখা করার সুযোগ খুব সীমিত করা হয়েছে। আদালতে আনা-নেওয়ার সময়ও নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
এদিন শেখ হাসিনার মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। সেখানে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ সাজা দাবি করলেও রাজসাক্ষী চৌধুরী মামুনের বিষয়ে সিদ্ধান্ত ট্রাইব্যুনালের ওপর ছেড়ে দেন। ফলে সেদিন কিছুটা স্বস্তিতেই দেখা যায় সাবেক আইজিপিকে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন।








