Logo

মনির হত্যা মামলায়, হাজী সেলিম ও সোলায়মান সেলিম রিমান্ডে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর, ২০২৫, ১১:৫৪
12Shares
মনির হত্যা মামলায়, হাজী সেলিম ও সোলায়মান সেলিম রিমান্ডে
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় ঢাকার চানখারপুলে জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম ও তার ছেলে সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমের চার দিনের রিমান্ড দিয়েছে আদালত।

বিজ্ঞাপন

সোমবার (২০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি. এম ফারহান ইশতিয়াক শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল খান পুলক।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরেন। আসামিপক্ষের আইনজীবী শ্রী প্রাণনাথ তাদের রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন । 

মামলার বিবরণ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের শেষ দিন অর্থাৎ ৫ অগাস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত ১৪ মার্চ শাহবাগ হত্যা মামলা করেন। মামলায় ৩৫১ জনকে এজাহারনামীয় ও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বছরের ১ সেপ্টেম্বর দিবাগত রাতে বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। এর ১৩ দিন পর ১৪ নভেম্বর গুলশান থেকে সোলায়মানকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ। এরপর তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। নেওয়া হয় রিমান্ডে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

মনির হত্যা মামলায়, হাজী সেলিম ও সোলায়মান সেলিম রিমান্ডে