সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় নতুন মোড় এসেছে। মামলার প্রধান দুই আসামি সালমান শাহর স্ত্রী সামিরা হক ও অভিনেতা আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
বিজ্ঞাপন
সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মহানগর হাকিম সাইফুজ্জামান রমনা থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আতিকুল আলম খন্দকারের দাখিল করা আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা গত ২২ অক্টোবর সামিরা ও ডনের বিদেশযাত্রা স্থগিতের আবেদন জমা দেন।
প্রায় ২৯ বছর আগে ঘটে যাওয়া এই রহস্যজনক মৃত্যুর ঘটনা নতুন করে আলোচনায় আসে গত ২১ অক্টোবর, যখন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় নতুন করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটিতে মোট ১১ জনকে আসামি করা হয়েছে।
বিজ্ঞাপন
আসামিদের মধ্যে রয়েছেন- সালমান শাহর স্ত্রী সামিরা হক, প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, আশরাফুল হক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, এ সাত্তার, সাজু ও রিজভি আহমেদ ফারহাদ। মামলাটি দণ্ডবিধির ৩০২ (খুন) ও ৩৪ (অপরাধ সংঘটনে সম্মিলিত উদ্দেশ্য) ধারায় দায়ের করা হয়েছে।
এর আগে ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রমনা থানার ওসিকে নির্দেশ দেন, সালমান শাহর “অস্বাভাবিক মৃত্যু” মামলাটি হত্যা মামলা হিসেবে পুনঃতদন্ত করতে।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকায় নিজ বাসায় রহস্যজনকভাবে মারা যান জনপ্রিয় নায়ক সালমান শাহ। দীর্ঘদিন ধরে তার মৃত্যু নিয়ে আত্মহত্যা না হত্যা -এই বিতর্কে জড়িয়ে ছিল গোটা দেশ। নতুন এই মামলার পর ঘটনাটি আবারও জনমনে চাঞ্চল্য সৃষ্টি করেছে।








