জুলাই আন্দোলন ঘিরে ভুয়া মামলায় ৩৭২ জনকে অব্যাহতি

জুলাই আন্দোলন সংক্রান্ত ভুয়া মামলায় প্রমাণ না পাওয়ায় ৩৭২ জনকে অব্যাহতি দেওয়ার চূড়ান্ত প্রতিবেদন পুলিশ জমা দিয়েছে। রাষ্ট্রপক্ষ এই প্রতিবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দাখিল করেছে।
বিজ্ঞাপন
সোমবার (২৭ অক্টোবর) সকালে আদালতে প্রতিবেদনটি জমা দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষ জানায়, জুলাই আন্দোলন চলাকালীন ভুয়া মামলায় প্রমাণিত অপরাধের অভাবে ৩৭২ জনের বিষয়ে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। তবে আরও কিছু অভিযোগ যাচাই-বাছাই প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন
এ পর্যন্ত প্রাপ্ত জেলাগুলোর তথ্য অনুযায়ী, ১০৯ জনের অব্যাহতির জন্য অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন আদালতে পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে:
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) - ১২ জন, ঢাকার অন্যান্য এলাকা - ২৫ জন, গাজীপুর - ১ জন, মানিকগঞ্জ - ১ জন, হবিগঞ্জ - ১ জন, এসএমপি - ৩৯ জন, খুলনা - ২ জন, আরএমপি - ৯ জন, জয়পুরহাট - ১ জন এবং কুড়িগ্রাম - ১৮ জন।
এছাড়া ২৫১ জনের অব্যাহতির জন্য অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিলের কার্যক্রম চলমান। এর মধ্যে ঢাকায় ৮৭ জন, মানিকগঞ্জে ২ জন, গাজীপুরে ২ জন, কিশোরগঞ্জে ১ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮ জন, কুষ্টিয়ায় ২৪ জন, কক্সবাজারে ৫ জন, চট্টগ্রামে ২ জন, ডিএমপি ১১৮ জন, ঠাকুরগাঁও ৩ জন। এছাড়া আরও কিছু আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন
একই সময়ে, আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভাকে জামিন না দিয়ে তিন মাস পর ফের তার মামলার জামিন শুনানির দিন ধার্য করেছেন।
রাষ্ট্রপক্ষ জানায়, রিভার মামলার তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তিন মাস পর ফের শুনানির জন্য তার মামলার দিন ধার্য করেন। এ অবস্থায় তাকে জামিন দেওয়া সমীচীন হবে না।








