আপিল বিভাগেও জামিন মেলেনি নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী রিভার

নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সভাপতি তামান্না জেসমিন রিভাকে জামিন দেননি দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ।
বিজ্ঞাপন
সোমবার (২৭ অক্টোবর) সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রিভার জামিন আবেদন নাকচ করে দেন। একই সঙ্গে মামলাটির পরবর্তী জামিন শুনানির তারিখ তিন মাস পর নির্ধারণ করা হয়েছে।
রাষ্ট্রপক্ষ আদালতে জানায়, রিভার বিরুদ্ধে দায়ের করা মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই পর্যায়ে তাকে জামিন দেওয়া হলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে বলে রাষ্ট্রপক্ষের দাবি। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
বিজ্ঞাপন
রিভার পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন তার আইনজীবী ব্যারিস্টার মোজাক্কের।
ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন তামান্না জেসমিন রিভা। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে তিনি ছাত্রীনিবাসে অবস্থান করে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
বিজ্ঞাপন
গত বছর কোটা সংস্কার আন্দোলনের সময় ইডেনের সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অভিযোগ ওঠে রিভার বিরুদ্ধে। ১৫ জুলাইয়ের পর আন্দোলন তীব্র আকার ধারণ করলে ইডেনের ছাত্রীরাও ছাত্রলীগ নেত্রীদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলেন। এরপর থেকেই রিভা আত্মগোপনে চলে যান।
পরে একই বছরের ১৫ ডিসেম্বর রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরদিন শাহবাগ থানার হত্যাচেষ্টা মামলায় আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।








