Logo

আত্মসমর্পণের পর জামিন পেলেন গ্রামীণফোনের সিইও

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর, ২০২৫, ১৫:০২
আত্মসমর্পণের পর জামিন পেলেন গ্রামীণফোনের সিইও
ছবি: সংগৃহীত

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান।

বিজ্ঞাপন

তার সঙ্গে আরও দুজন শীর্ষ কর্মকর্তা কোম্পানির ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক এবং চিফ হিউম্যান রিসোর্স অফিসার সায়েদা তাহিয়া হোসেনও জামিন পেয়েছেন।

রবিবার (২৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাকিবুল আজম নামে এক ব্যক্তি মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে আসামিদের ২৬ অক্টোবর আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছিলেন।

নির্ধারিত তারিখে তিন কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

ঘটনাটি নিয়ে গ্রামীণফোনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে আইনজীবীরা জানিয়েছেন, প্রতিষ্ঠানটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি সমাধানের পথে এগোচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD