Logo

৫ মামলায় খায়রুল হকের জামিন নিয়ে হাইকোর্টের রুল জারি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর, ২০২৫, ১৫:৪৫
47Shares
৫ মামলায় খায়রুল হকের জামিন নিয়ে হাইকোর্টের রুল জারি
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক | ফাইল ছবি

হত্যা ও দুর্নীতিসহ পাঁচটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট পক্ষকে এ রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২৬ অক্টোবর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন।

আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও কামরুল হক সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আর দুদকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম সারোয়ার হোসেন।

বিজ্ঞাপন

জামিনের আবেদন করা মামলাগুলোর মধ্যে রয়েছে- যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলা, দুদকের দায়ের করা মিথ্যা হলফনামার মাধ্যমে প্লট নেওয়ার মামলা এবং বেআইনি রায় ও জাল নথি তৈরির অভিযোগে নারায়ণগঞ্জের মামলা।

এর আগে, গত ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১১ আগস্ট হাইকোর্টে খায়রুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের শুনানির সময় আদালত কক্ষে সরকারি ও আওয়ামীপন্থি আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD