Logo

মেট্রোরেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নিয়ে হাইকোর্টে রিট

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর, ২০২৫, ১৩:৩১
29Shares
মেট্রোরেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নিয়ে হাইকোর্টে রিট
ছবি: সংগৃহীত

মেট্রোরেল ও দেশের সব ফ্লাইওভারে ব্যবহার করা বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাই করতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

রিটে আদালতকে নির্দেশনা দিতে বলা হয়েছে, এই ধাতব উপাদানগুলোর মান ঠিক আছে কি না তা নির্ধারণের জন্য একটি স্বাধীন কমিটি গঠন করা হোক।

সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জনস্বার্থে রিটটি দায়ের করেন। রিটে সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

বিজ্ঞাপন

চলতি সপ্তাহেই বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই রিটের ওপর শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

রিটের মাধ্যমে আবেদনকারী বলেন, রেল ও ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের মান সঠিক না হলে সাধারণ জনগণের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে।

একই সময়ে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে রাস্তার পথচারী নিহত হওয়ার ঘটনা ঘটে। আবুল কালাম (৩৬) নামের এই ব্যক্তি শরীয়তপুরের নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে দাফন করা হয়।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল আবুল কালাম ওই এলাকায় হাঁটছিলেন, তখন ওপর থেকে একটি ভারী ধাতব বস্তু নিচে পড়ে তার মাথায় আঘাত হানে। ঘটনাস্থলেই প্রচুর রক্তপাত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণের বিষয়ে সরকারি দপ্তরগুলোতে উদ্বেগ সৃষ্টি হয়েছে। রিটের মাধ্যমে আদালত যদি কমিটি গঠন করে, তবে ভবিষ্যতে মেট্রোরেল ও ফ্লাইওভারের সকল বিয়ারিং প্যাডের মান নিশ্চিত করা সহজ হবে এবং সাধারণ পথচারীদের সুরক্ষা নিশ্চিত হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD