নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি

রাজধানীতে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক ব্যক্তির মৃত্যুতে তার পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বিজ্ঞাপন
একই সঙ্গে মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও সাম্প্রতিক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। ওই কমিটিকে ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও অ্যাডভোকেট তানভীর আহমেদ।
বিজ্ঞাপন
আদালতের নির্দেশে বলা হয়েছে, দুর্ঘটনার পেছনে কারও অবহেলা বা নিরাপত্তাজনিত ঘাটতি থাকলে তা বিস্তারিতভাবে তদন্তে উল্লেখ করতে হবে। এছাড়া ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে মেট্রোরেল কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিচ্ছে, তাও প্রতিবেদনে তুলে ধরতে হবে।
এর আগে মেট্রোরেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। এছাড়া মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে আরেকটি রিট করা হয়।
বিজ্ঞাপন
সম্প্রতি রাজধানীতে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক ব্যক্তির মৃত্যু ঘটে। ২৬ অক্টোবর বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে। এ ঘটনায় জনমনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়। এরপর বিষয়টি নিয়ে জনস্বার্থে রিট আবেদন করা হলে আদালত এ রুল জারি করে।
রুলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করা হয়েছে, মৃত ব্যক্তির পরিবারকে কেন দুই কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে না এবং দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না কেন, তা ব্যাখ্যা দিতে।
বিজ্ঞাপন
আইন বিশেষজ্ঞরা বলছেন, আদালতের এই রুল ভবিষ্যতে গণপরিবহন ও বড় প্রকল্পগুলোর নিরাপত্তা ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করবে।








