Logo

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ নভেম্বর, ২০২৫, ১৫:৩৩
23Shares
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
ফাইল ছবি।

ঢাকার আদালতে ‘জুলাই যোদ্ধা’ জাহাঙ্গীর আলমকে মারধর ও নির্যাতনের অভিযোগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তা বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুজ্জামান আদালতে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মামলাটি করেন। আদালত শাহবাগ থানার ওসিকে তদন্তের মাধ্যমে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন: ফাউন্ডেশনের সিনিয়র ভেরিফিকেশন অফিসার ইফতেখার হোসেন, কর্মকর্তা সাইদুর রহমান শাহিদ, সাগর, আফজালুর রহমান সায়েম, ফাতেমা আফরিন পায়েল, আলিফ, জাহিদ, মেহেদী হাসান প্রিন্স, এক্সিকিউটিভ মেম্বার সাবরিনা আফরোজ শ্রাবন্তী এবং সোনিয়া আক্তার লুবনা।

বিজ্ঞাপন

বাদীপক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এ বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগে বলা হয়েছে, জাহাঙ্গীর আলম গত বছরের ১৮ জুলাই কাঁচপুর ব্রিজ এলাকায় পুলিশের গুলিতে আহত হন।

চলতি বছরের ২৭ মে তিনি অনুদানের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ফাউন্ডেশনের অফিসে গেলে, আসামিরা তাকে একটি অন্ধকার কক্ষে নিয়ে গুরুতর মারধর ও শারীরিক নির্যাতন চালান। অভিযোগ অনুযায়ী, জিআই পাইপ দিয়ে মাথায় আঘাত করা হয়, অজ্ঞান করার পর আবারও তাকে নির্যাতন করা হয় এবং ‘ভুয়া জুলাই যোদ্ধা’ স্বীকার করার জন্য চাপ দেওয়া হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী ও ‘জুলাই যোদ্ধা’ জাহাঙ্গীর আলম গত বছরের ১৮ জুলাই কাঁচপুর ব্রিজ এলাকায় পুলিশের গুলিতে আহত হন। বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সহায়তায় জুলাই স্মৃতি ফাউন্ডেশন সক্রিয় ভূমিকা রাখে।

বিজ্ঞাপন

এছাড়া তার মোবাইল কেড়ে নিয়ে ফেসবুক পোস্ট ও ছবির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। শেষে তার হাতে ইনজেকশন প্রয়োগ করে অচেতন অবস্থায় রাস্তায় ফেলে দেওয়া হয়। জাহাঙ্গীর আলম পরে নারায়ণগঞ্জ খানপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD