খালেদা জিয়া ও তারেকসহ সবাই খালাস, প্রকাশিত হলো পূর্ণাঙ্গ রায়

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর ছেলে, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল আপিলকারীর বিরুদ্ধে দেওয়া পূর্বের বিচারিক আদালত ও হাইকোর্টের সাজা বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।
বিজ্ঞাপন
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত ৫৯ পৃষ্ঠার রায়ে বলা হয়েছে, সর্বসম্মতভাবে সব আপিল মঞ্জুর করা হয়েছে। এ অনুযায়ী, বিচারিক আদালত ও হাইকোর্টের উভয় রায় বাতিল এবং সব আপিলকারীর বিরুদ্ধে আনা অভিযোগের জন্য তাদের দোষী সাব্যস্ত করা হয়নি, ফলে তারা সম্পূর্ণ খালাস পান।
পূর্ণাঙ্গ রায়ে উল্লেখ করা হয়, এ মামলা ও এর আপিলের বিষয়বস্তুর সঙ্গে সংশ্লিষ্ট কার্যধারায় দেখা যায়, আইনের অপপ্রয়োগ হয়েছে এবং বিদ্বেষপ্রসূত প্রসিকিউশনের উপাদান ছিল।
বিজ্ঞাপন
এই রায় অন্য আপিল না করা দোষী সাব্যস্তদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যার ফলে তাদের মর্যাদা পুনরুদ্ধার এবং অযৌক্তিক কার্যধারার অবসান ঘটবে।
এই মামলার প্রাথমিক রায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত-৫ দ্বারা দেওয়া হয়। রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড এবং তারেক রহমানসহ পাঁচজনকে দশ বছর করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। এরপর খালেদা জিয়াসহ তিনজন হাইকোর্টে আপিল করলে, ৩০ অক্টোবর ২০১৮ হাইকোর্টের রায়ে খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। অন্য দুই আপিলকারী কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ এর ১০ বছর কারাদণ্ড ও অর্থদণ্ড বহাল থাকে।
বিজ্ঞাপন
গত বছর খালেদা জিয়া পৃথক দুটি আপিল করেন এবং একই সময়ে কামাল ও শরফুদ্দিনও পৃথক আপিল দাখিল করেন। সর্বশেষ ১৫ জানুয়ারি, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই সমস্ত আপিল মঞ্জুর করে সকলকে খালাস দেন।
মামলাটি ২০০৮ সালের ৩ জুলাই দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করে। এ মামলার অন্য দুই আসামি ছিলেন সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং ব্যবসায়ী মমিনুর রহমান।








