লতিফ সিদ্দিকীর জামিন বহাল, কারামুক্তিতে বাধা নেই

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ আদেশের ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা রইল না।
বিজ্ঞাপন
সোমবার (১০ নভেম্বর ২০২৫) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
এর আগে গত ৬ নভেম্বর হাইকোর্টের বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের বেঞ্চ রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে জামিন মঞ্জুর করেন।
বিজ্ঞাপন
মামলার পটভূমি: গত ২৯ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। শাহবাগ থানার এসআই মো. আমিরুল ইসলাম এ মামলা দায়ের করেন।
অন্য আসামিরা হলেন— মো. আব্দুল্লাহ আল আমিন (৭৩), মঞ্জুরুল আলম (৪৯), কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল (৭২), গোলাম মোস্তফা (৮১), মো. মহিউল ইসলাম ওরফে বাবু (৬৪), মো. জাকির হোসেন (৭৪), মো. তৌছিফুল বারী খাঁন (৭২), মো. আমির হোসেন সুমন (৩৭), মো. আল আমিন (৪০), মো. নাজমুল আহসান (৩৫), সৈয়দ শাহেদ হাসান (৩৬)
মো. শফিকুল ইসলাম দেলোয়ার (৬৪), দেওয়ান মোহম্মদ আলী (৫০), মো. আব্দুল্লাহীল কাইয়ুম (৬১) ও ঢাবি অধ্যাপক কার্জন।
বিজ্ঞাপন
মামলার অভিযোগ: ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’-এর ব্যানারে গোলটেবিল বৈঠকে লতিফ সিদ্দিকী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রমূলক বক্তব্য দেন বলে অভিযোগ।
পুলিশের দাবি, ‘মঞ্চ ৭১’ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি প্রতিহতের নামে সরকারবিরোধী ষড়যন্ত্রে ব্যবহৃত হচ্ছিল। বৈঠক শেষে ৭০-৮০ জনের মধ্যে ১৬ জনকে আটক করা হয়।
বিজ্ঞাপন
আপিল বিভাগের আজকের আদেশের পর লতিফ সিদ্দিকীসহ অন্য আসামিদের মুক্তির পথ খুলে গেল।








