Logo

সাবেক মেয়র আইভীর ৫ মামলায় হাইকোর্টের জামিন স্থগিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর, ২০২৫, ২০:৩৮
10Shares
সাবেক মেয়র আইভীর ৫ মামলায় হাইকোর্টের জামিন স্থগিত
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী হত্যাসহ ৫ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

বিজ্ঞাপন

বুধবার (১২ নভেম্বর) রাষ্ট্রপক্ষের জামিন স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এই আদেশ দেন।

আইভীর পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন এবং অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক।

বিজ্ঞাপন

এর আগে, গত রবিবার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পোশাক শ্রমিক মিনারুল হত্যাসহ ৫ মামলায় আইভীর জামিন রায় ঘোষণা করেন। সেই রায়ে আদালত তার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন বিবেচনা করার নির্দেশ দেন।

আইভীকে গত ৯ মে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২৭ মে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালত আবারও কারাগারে পাঠান। তার পর জামিনের জন্য আদালতে আবেদন করা হলে তা বাতিল করা হয়।

মামলার সূত্রে জানা যায়, গত বছরের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের আদমজী এলাকায় পোশাক শ্রমিক মিনারুল ইসলাম গুলিবিদ্ধ হন। ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পরদিন তার গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

নিহত মিনারুলের ভাই নাজমুল হক ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর থানায় মামলা দায়ের করেন। মামলায় আইভীসহ ১৩২ জনকে আসামি করা হয় এবং অজ্ঞাতনামা হিসেবে আরও ৩০০ জনের নাম উল্লেখ করা হয়। সেলিনা হায়াৎ আইভী মামলার ১২ নম্বর এজাহারভুক্ত আসামি।

আদালতের এই আদেশের ফলে আইভীর ৫ মামলায় হাইকোর্টের জামিন স্থগিত হয়ে গিয়েছে, এবং তিনি কারাগারে অবস্থান করতে থাকবেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD