Logo

সবুজ প্রিজনভ্যানে ট্রাইব্যুনালে হাজির দুই সেনা কর্মকর্তা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর, ২০২৫, ১১:০২
9Shares
সবুজ প্রিজনভ্যানে ট্রাইব্যুনালে হাজির দুই সেনা কর্মকর্তা
ছবি: সংগৃহীত

রাজধানীর রামপুরায় গত জুলাই-আগস্ট মাসে সংঘটিত ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ দুই সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মামলায় মোট চারজনকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৪ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে “বাংলাদেশ জেল-প্রিজন ভ্যান” লেখা শীতাতপ নিয়ন্ত্রিত সবুজ রঙের একটি গাড়িতে করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।

ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এ বিষয়ে শুনানি গ্রহণ করবে। একইসঙ্গে পলাতক দুই আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ এবং আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেওয়া হতে পারে।

বিজ্ঞাপন

হাজির আসামিদের মধ্যে রেদোয়ানুল ইসলামের সঙ্গে আরও রয়েছেন বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মো. রাফাত বিন আলম। পলাতক দুই আসামি হলেন— ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান।

পলাতকদের হাজিরার জন্য ট্রাইব্যুনালের নির্দেশে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুনানির জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য থাকলেও প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। গত ২৬ অক্টোবর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিকে দুই কর্মকর্তাকে হাজির করার প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট এলাকাজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। হাইকোর্টের প্রবেশপথ ও ট্রাইব্যুনালের প্রধান ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অবস্থান নিয়েছে র‌্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর টহল দল।

বিজ্ঞাপন

উল্লেখ্য, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় দেশব্যাপী ব্যাপক হত্যাযজ্ঞ ঘটে। রামপুরায় নিহত হন ২৮ জন। আহত হন আরও অনেকে। রামপুরায় বিজিবি কর্মকর্তা রেদোয়ানুল ইসলামকে আন্দোলনকারীদের লক্ষ্য করে সরাসরি গুলি ছুড়তে দেখা যায় বলে তদন্তে উঠে এসেছে। এরপর ঘটনার পরিপ্রেক্ষিতে চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন। তদন্ত সংস্থা ইতোমধ্যে তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD