Logo

ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর, ২০২৫, ১০:১৬
3Shares
ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে । ছবি: সংগৃহীত

দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ঢাকা ত্যাগ করেছেন।

বিজ্ঞাপন

রবিবার (২৩ নভেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

ভুটানের প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী শেরিং তোবগেকে ‘স্ট্যাটিক গার্ড অব অনার’ প্রদান করা হয়।

বিজ্ঞাপন

ঢাকা সফরকালে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়— একটি স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা এবং অন্যটি ইন্টারনেট সংযোগ সম্প্রসারণ বিষয়ে। সফরকালে ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকসহ একাধিক সরকারি ও সামাজিক অনুষ্ঠানে অংশ নেন।

এ ছাড়া তার কর্মসূচিতে সরকারের উপদেষ্টামণ্ডলী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক অন্তর্ভুক্ত ছিল।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে