Logo

শাহজাহান চৌধুরীর বক্তব্যকে ব্যক্তিগত বলল জামায়াতে ইসলামী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর, ২০২৫, ২৪:২৬
10Shares
শাহজাহান চৌধুরীর বক্তব্যকে ব্যক্তিগত বলল জামায়াতে ইসলামী
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর বক্তব্যে ব্যক্তিগত বলে আখ্যা দিয়েছে দলটি।

বিজ্ঞাপন

রবিবার (২৩ নভেম্বর) জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বিবৃতিতে বলেছেন, শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শনিবার (২২ নভেম্বর) জামায়াতের এক কর্মসূচিতে দলটির সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, নির্বাচন ঘিরে পাশের দেশ থেকে বস্তা বস্তা টাকা ও অস্ত্র ঢুকবে। যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে, তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে’।

বিজ্ঞাপন

প্রশাসনকে নির্বাচনে জামায়াতের পক্ষে কব্জা করার এ বক্তব্যের কারণে শাহজাহান চৌধুরীর গ্রেফতারের দাবি করেছেন চট্টগ্রাম বিএনপি। সমালোচনার মুখে জামায়াতের বিবৃতিতে বলা হয়েছে, শাহজাহান চৌধুরীর বক্তব্য ব্যক্তিগত। জামায়াত তা সমর্থন করে না। আমরা মনে করি, প্রশাসন পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালন করবে। এখানে হস্তক্ষেপের কিছু নেই। অতীতে প্রশাসনের যারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেননি, তারা দেশের ক্ষতি করেছেন।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD