অবশেষে জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক হাফিজুর রহমান কার্জনকে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় হাইকোর্ট জামিন দিয়েছেন।
বিজ্ঞাপন
সোমবার (২৪ নভেম্বর) সকালে বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা ও বিচারপতি রেজাউল করিমের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।
জানা যায়, গত ৩১ আগস্ট শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জনসহ দুইজনের জামিন আবেদন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব নামঞ্জুর করেছিলেন। এরপর গত সপ্তাহে হাইকোর্টে পুনরায় জামিন আবেদন করেন হাফিজুর রহমান।
বিজ্ঞাপন
মামলার সূত্রে জানা গেছে, ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’ নামের একটি প্ল্যাটফর্ম আয়োজিত গোলটেবিল বৈঠক ঘিরে উত্তেজনা তৈরি হয়। ওই সময় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী এবং আওয়ামী লীগের কয়েকজন নেতাকে পুলিশ হেফাজতে নেয়। শাহবাগ থানার উপপরিদর্শক মো. আমিরুল ইসলাম এ ঘটনায় মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, ওই দিন বেলা ১১টার দিকে বাদী দেখেন, কিছু ব্যক্তি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে উপস্থিত লোকদের ঘেরাও করে “আওয়ামী ফ্যাসিস্ট” স্লোগান দিচ্ছে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, লতিফ সিদ্দিকী ‘মঞ্চ ৭১’ ব্যানারকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করতে এবং অন্তর্বর্তী সরকার উৎখাতের জন্য উপস্থিতদের প্ররোচিত করছিলেন। বৈঠকে প্রায় ৭০-৮০ জন অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ফুলকোর্ট সভা ডাকলেন প্রধান বিচারপতি
জিজ্ঞাসাবাদে আরও জানা গেছে, ‘মঞ্চ ৭১’ সংগঠন গত ৫ আগস্ট আত্মপ্রকাশ করে। সংগঠনটি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও জাতির অর্জনকে মুছে ফেলার ষড়যন্ত্র প্রতিহত করতে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চায়। গোলটেবিল বৈঠকও এ প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত হয়।








