ফজলুর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেছে।
বিজ্ঞাপন
বুধবার (২৬ নভেম্বর) ট্রাইব্যুনাল-১-এ এই অভিযোগ উপস্থাপন করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী রোববার।
অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে ফজলুর রহমান ট্রাইব্যুনালের বৈধতা নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, ট্রাইব্যুনাল শুধু ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের বিচার করতে পারে এবং অন্যান্য কোনো বিচারের সুযোগ নেই।
বিজ্ঞাপন
প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, ফজলুর রহমান এই ট্রাইব্যুনালের গঠন ও বিচার প্রক্রিয়ার প্রতি প্রশ্ন তোলার মাধ্যমে আদালতকে অবমূল্যায়ন করছেন এবং ইচ্ছাকৃতভাবে আদালত অবমাননা করছেন।
প্রসিকিউটর উল্লেখ করেন, ফজলুর রহমান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং বিএনপির সংসদ সদস্য প্রার্থী হিসেবে এই ধরনের মন্তব্যের প্রভাব বোঝেন। তবুও তিনি বিভিন্ন রাজনৈতিক অবস্থান এবং ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে প্রতিনিয়ত মন্তব্য করছেন, যা আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করছে।
আজ ট্রাইব্যুনালে অভিযোগ উপস্থাপনের সময় উপস্থিত ছিলেন ট্রাইব্যুনাল-১-এর সদস্য-২ বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার ও সদস্য-১ বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ অনুপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
শুনানির পর বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী বলেন, এটি অত্যন্ত গুরুতর অভিযোগ। বিষয়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যানের উপস্থিতিতে রোববার পুনরায় শুনানি অনুষ্ঠিত হবে।
ফজলুর রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী।








