Logo

শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২৫, ১৭:১৫
10Shares
শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল । ছবি: সংগৃহীত

জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বিজ্ঞাপন

বুধবার (২৬ নভেম্বর) এই রায় প্রকাশিত হওয়ায় এখন থেকে আগামী ৩০ দিনের মধ্যে তাদের আপিল করতে হবে।

এর আগে গত ১৭ নভেম্বর বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড দেন। রায়ে উল্লেখ করা হয়—শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে, যার মধ্যে একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড এবং দুইটিতে মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।

বিজ্ঞাপন

রায় ঘোষণার সময় আদালত কক্ষ উপস্থিত ছিলেন উভয়পক্ষের আইনজীবী এবং জুলাই–আগস্টে নিহত ব্যক্তিদের কয়েকজন স্বজন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠনের পরই প্রথম মামলাটি দায়ের হয় জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে। গত বছরের ১৭ অক্টোবর ট্রাইব্যুনাল মামলার কার্যক্রম শুরু করার পাশাপাশি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করে।

এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি আসামি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন।

বিজ্ঞাপন

প্রসিকিউশন তিন আসামির বিরুদ্ধে উসকানি, মারণাস্ত্র ব্যবহার, আবু সাঈদ হত্যা, চানখারপুলে হত্যা এবং আশুলিয়ায় লাশ পোড়ানোসহ পাঁচটি অভিযোগ আনে। মোট ৮৪ সাক্ষীর মধ্যে আদালতে সাক্ষ্য দেন ৫৪ জন। প্রথম সাক্ষী হিসেবে খোকন চন্দ্র বর্মণ জুলাই–আগস্টের সময়কার নৃশংসতার বিবরণ তুলে ধরেন। গত ৮ অক্টোবর তদন্ত কর্মকর্তা মো. আলমগীরের জেরা শেষে সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

এরপর ২৩ অক্টোবর রাষ্ট্রপক্ষ ও স্টেট ডিফেন্সের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে মামলার রায় ঘোষণার প্রক্রিয়া পূর্ণতা পায়। এখন রায় প্রকাশিত হওয়ায় আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই আপিল করার সুযোগ পাচ্ছেন দুই দণ্ডপ্রাপ্ত ব্যক্তি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD