Logo

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আলী হোসাইন মহাসচিব মোস্তাফিজুর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ ডিসেম্বর, ২০২৫, ২১:৪১
6Shares
জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আলী হোসাইন মহাসচিব মোস্তাফিজুর
ছবি: সংগৃহীত

অধস্তন আদালতের বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মোহাম্মদ আলী হোসাইন এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (০২ ডিসেম্বর) অনলাইন প্ল্যাটফর্মে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অনলাইন ভোটগ্রহণ প্রক্রিয়াটি পুরো সময় লাইভ দেখানো হয়। উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বিকাল ৩টা থেকে রাত ৭টা ৪৫ পর্যন্ত অনলাইনে ভোট গ্রহণ কার্যক্রম চলে।

বিজ্ঞাপন

৬৪ জেলার ২ হাজার ১৩৮ বিচারক এ নির্বাচনে ভোটার ছিলেন। এরমধ্যে ৮৮ শতাংশ ভোটার তথা ১ হাজার ৮৯০ জন ভোটার নির্বাচনে ভোট প্রদান করেন।

এতে নির্বাহী কমিটির সভাপতি হিসেবে ১ হাজার ৩ ভোট পেয়ে যশোর জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইন এবং ১ হাজার ২৩৮ ভোট পেয়ে মহাসচিব হিসেবে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাচনে মোট ১৬টি পদে ৪৫ জন বিচারক নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত মহাসচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাকে নির্বাচিত করায় সবার প্রতি এবং সারা দেশের সব বিচারকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিচার বিভাগকে আধুনিক ও যুগোপযোগী করে বিচার প্রার্থী মানুষের ন্যায়বিচার প্রাপ্তি সহজ করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে চাই।

বিজ্ঞাপন

এছাড়া নির্বাচনি ইশতেহার অনুযায়ী শতভাগ জুডিশিয়াল অ্যালাউন্সের দাবি বাস্তবায়ন, ই-জুডিশিয়ারি প্রকল্প বাস্তবায়ন, স্ট্যাটাস মামলা শুনানির পদক্ষেপ গ্রহণ, মোবাইল কোর্ট জুডিশিয়ারির অধীন করা সার্ভিসের সব স্তরের বিচারকদের নিরাপত্তা, ‘ওয়ান জজ ওয়ান কার’ দাবি বাস্তবায়ন, আবাসন প্রকল্প দ্রুত হস্তান্তর, নবীন বিচারকদের দক্ষতা উন্নয়নে বিদেশে ট্রেনিং, প্রত্যেক আদালতে পৃতক বাজেট বরাদ্দ করার দাবি আদায় ও বর্তমান কমিটির অন্যান্য অসমাপ্ত কাজ বাস্তবায়নে কাজ করব।

তাছাড়া সারা দেশের অধস্তন আদালতের বিচারকদের কর্মপরিবেশ উন্নয়নসহ সব বিচারকের ন্যায়সঙ্গত অধিকার আদায়ে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD