Logo

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চাওয়া রিট খারিজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ ডিসেম্বর, ২০২৫, ১৬:৩৩
53Shares
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চাওয়া রিট খারিজ
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা রিট হাইকোর্ট খারিজ করে দিয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৮ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।

এর আগে ৩ ডিসেম্বর রিট দায়ের করা হয়। রিটে মূলত অভিযোগ করা হয়েছিল, নির্বাচনে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার পরিবর্তে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার পদক্ষেপ অবৈধ। এছাড়া ইলেক্টোরাল সার্ভিস কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

রিটে উল্লেখ করা হয়েছিল, সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের, আর নির্বাহী বিভাগ কেবল সহযোগিতা প্রদান করবে। কিন্তু বাস্তবে নির্বাচনের দায়িত্ব নির্বাহী বিভাগকে প্রদান করার কারণে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হতে বাধা সৃষ্টি হচ্ছে।

রিটে আরও বলা হয়েছিল, বর্তমান সময়ে নির্বাহী বিভাগ তাদের আস্থা ও গ্রহণযোগ্যতা হারিয়েছে, ফলে তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

বিজ্ঞাপন

রিট দায়েরকারী আইনজীবী মো. ইয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, সরকার ও নির্বাচন কমিশন ইতোমধ্যে ডিসিদের সঙ্গে নির্বাচনের বিষয়ে মতবিনিময় করছেন এবং তাদের নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়ার ইঙ্গিত রয়েছে।

তিনি আরও বলেন, আবারও নির্বাহী কর্মকর্তাদের দিয়ে নির্বাচন পরিচালনা করলে প্রভাবিত নির্বাচন নিশ্চিত হবে। জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে নির্বাচন পরিচালনা করতে হবে এবং নির্বাচন কমিশনের সচিবকে অপসারণ করতে হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD