বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর

মহান আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর করেছেন মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত।
বিজ্ঞাপন
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় দেন।
আদালতে আবুল সরকারের অনুপস্থিতিতে তার পক্ষে ১৫ থেকে ১৬ জন আইনজীবী শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলী অ্যাডভোকেট আ ফ ম নুরতাজ আলম বাহার।
বিজ্ঞাপন
আবুল সরকারের আইনজীবী জিন্নত আলী জানান, গত ২৩ নভেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রথম জামিন শুনানি হয়। ওই শুনানি শেষে জামিন নামঞ্জুর হওয়ায় ফৌজদারি বিধি মোতাবেক জেলা ও দায়রা জজ আদালতে পুনরায় আবেদন করা হয়। সোমবার দুপুরে এই শুনানি অনুষ্ঠিত হয়।
জিন্নত আলী আরও জানান, আদালতে আবুল সরকার দোষী প্রমাণিত হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা জরিমানা, অথবা উভয় দণ্ডের শাস্তি পেতে পারেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরতাজ আলম বাহার বলেন, বাউলরা যেন মহান আল্লাহ ও কোরআন সম্পর্কে না জেনে মনগড়া বক্তব্য না দেয়, এ বিষয়টি আমরা আদালতে তুলে ধরেছি। আদালত নথির তথ্যের সঠিকতা বিবেচনা করে জামিন নামঞ্জুর করেননি।
বিজ্ঞাপন
ঘটনাটি ঘটেছিল মানিকগঞ্জের একটি পালাগানের আসরে, যেখানে আবুল সরকারের বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। পরে সদর থানায় মামলা দায়ের করা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ায় সারাদেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। একই সময়ে, আবুল সরকারের মুক্তির দাবিতেও বাউল সম্প্রদায় বিভিন্ন কর্মসূচি পালন করেছে।







