হাজতখানায় মানবিক-স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়তে উদ্যোগ সিএমএমের

চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে হাজতখানায় আটক ব্যক্তিদের জন্য মানবিক, স্বাস্থ্যসম্মত ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে হাজতখানার সার্বিক ব্যবস্থাপনায় একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
বিজ্ঞাপন
এরই ধারাবাহিকতায় হাজতখানার ইনচার্জ এহসানুল হক সম্প্রতি হাজতখানা পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। পরিদর্শনকালে চলমান শীত মৌসুমের কথা বিবেচনায় নিয়ে আটক ব্যক্তিদের কষ্ট লাঘবে হাজতখানার মেঝেতে কারপেট বিছানোর ব্যবস্থা করা হয়, যাতে কনকনে ঠান্ডায় তারা ভোগান্তির শিকার না হন।
ধর্মীয় ইবাদত নির্বিঘ্নে পালনের সুযোগ নিশ্চিত করতে হাজতীদের জন্য নামাজ আদায়ের জায়নামাজ সরবরাহ করা হয়েছে। পাশাপাশি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে হাজতখানার বিভিন্ন স্থানে পর্যাপ্ত ময়লার ডাস্টবিন স্থাপন করা হয়েছে।
বিজ্ঞাপন
আটক ব্যক্তিদের সুপেয় পানির চাহিদা পূরণে পানির ফিল্টার বসানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পানি পান নিশ্চিত করতে চালু করা হয়েছে ওয়ান টাইম গ্লাস ব্যবহারের ব্যবস্থা।
সংশ্লিষ্টরা বলছেন, হাজতখানায় থাকা ব্যক্তিদের মৌলিক মানবিক চাহিদা ও স্বাস্থ্য সুরক্ষাকে গুরুত্ব দিয়ে নেওয়া এই পদক্ষেপ প্রশংসনীয়। আইন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিচার বিভাগের এমন উদ্যোগ বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।







