Logo

দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ জানুয়ারি, ২০২৬, ১৮:২৯
দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট
ছবি: সংগৃহীত

বাংলাদেশে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী দ্বিতীয় বিয়ে নিয়ে দীর্ঘদিনের প্রচলিত ধারণায় গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন হাইকোর্ট। সাম্প্রতিক এক রায়ে আদালত জানিয়েছেন, মুসলিম পুরুষের দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক নয়; বরং এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার রয়েছে আরবিট্রেশন কাউন্সিলের।

বিজ্ঞাপন

মুসলিম পারিবারিক আইন সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানি শেষে দেওয়া ২৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে হাইকোর্ট বলেন, দ্বিতীয় বিয়ের অনুমোদনের প্রশ্নে আইনে কোথাও স্ত্রীর অনুমতির বাধ্যবাধকতার কথা সরাসরি উল্লেখ নেই। আইন অনুযায়ী, এ অনুমতি প্রদানের ক্ষমতা আরবিট্রেশন কাউন্সিলের হাতেই ন্যস্ত।

আদালত তার রায়ে উল্লেখ করেন, এতদিন সামাজিক ও প্রশাসনিক চর্চায় স্ত্রীর অনুমতিকে অপরিহার্য হিসেবে বিবেচনা করা হলেও মুসলিম পারিবারিক আইন (১৯৬১)-এ এমন কোনো স্পষ্ট বিধান নেই। ফলে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্ত্রীর অনুমতির অভাবকে স্বয়ংক্রিয়ভাবে অপরাধ হিসেবে গণ্য করা যাবে না।

বিজ্ঞাপন

রায়ে আইনি প্রেক্ষাপট ব্যাখ্যা করে বলা হয়, ১৮৬০ সালের দণ্ডবিধির ৪৯৪ ধারায় স্ত্রী বা স্বামীর জীবদ্দশায় পুনরায় বিয়ে করলে সাত বছরের কারাদণ্ডের বিধান ছিল। তবে ১৯৬১ সালে মুসলিম পারিবারিক আইন প্রণয়নের পর পুরুষের দ্বিতীয় বিয়ের বিষয়টি আরবিট্রেশন কাউন্সিলের অনুমতির আওতায় আনা হয়। সে ক্ষেত্রে অনুমতি ছাড়া বিয়ে করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়।

এই রায়ের বিরুদ্ধে রিট আবেদনকারীরা আপিল করার ঘোষণা দিয়েছেন। তাদের মতে, হাইকোর্টের এই ব্যাখ্যার ফলে বহুবিবাহের ক্ষেত্রে বিদ্যমান নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বল হয়ে পড়তে পারে। নারী ও পুরুষের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতেই তারা আদালতের শরণাপন্ন হয়েছিলেন বলে জানান রিটকারীরা।

বিজ্ঞাপন

সমাজবিজ্ঞানীরা মনে করছেন, আর্থিক সক্ষমতা বা মানসিক প্রভাবের কারণে একাধিক বিয়ের সুযোগ অপব্যবহারের আশঙ্কা থেকেই যায়। এতে পারিবারিক অস্থিরতা ও সামাজিক বৈষম্য বাড়তে পারে বলে তারা সতর্ক করেন। এ কারণে বিষয়টি সর্বোচ্চ আদালতে চূড়ান্তভাবে নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলে মত দেন তারা।

আইন বিশেষজ্ঞদের ধারণা, আপিল বিভাগে বিষয়টি গড়ালে এটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেবে এবং মুসলিম পারিবারিক আইনের ব্যাখ্যায় একটি গুরুত্বপূর্ণ নজির স্থাপন করতে পারে।

জেবি/আরএক্স/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD