Logo

হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ জানুয়ারি, ২০২৬, ১৬:৩৩
হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যা মামলায় দায়ের করা অভিযোগপত্র পর্যালোচনার জন্য আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিন ধার্য করেছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এই আদেশ দেওয়া হয়। আদালত রাষ্ট্রপক্ষকে সহায়তার জন্য তিনজন আইনজীবী নিয়োগ দিয়েছেন।

সকালে আদালতে উপস্থিত ছিলেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা, শান্তা আক্তারসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা। বাদীরা আদালতের কাছে মামলায় নিয়োগপ্রাপ্ত আইনজীবীদের জন্য আবেদন এবং তাদের অংশগ্রহণের অনুমোদন দেন।

বিজ্ঞাপন

আইনজীবীরা চার্জশিট পর্যালোচনার জন্য আগামী মঙ্গলবার ও বুধবার সময় চেয়ে আবেদন করেন। আদালত তাদের এই আবেদন মঞ্জুর করে দুই দিন সময় বরাদ্দ করেছেন। পর্যালোচনা শেষে বৃহস্পতিবার আদালত চার্জশিট গ্রহণযোগ্য হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

মামলার পরবর্তী এই ধাপ নিয়ে সংশ্লিষ্ট পক্ষ এবং মামলার অংশগ্রহণকারীরা সতর্ক নজর রাখছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD