জুলাই গণহত্যা মামলায় ট্রাইব্যুনালে প্রথম জামিন পেল এক আসামি

লক্ষ্মীপুরে জুলাই-আগস্টের মানবতাবিরোধী হত্যাকাণ্ডের মামলায় হুমায়ুন কবির পাটোয়ারী নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা প্রথমবারের মতো জামিন পেয়েছেন।
বিজ্ঞাপন
রবিবার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল প্যানেল জামিন মঞ্জুর করেন। জামিন আবেদনের সঙ্গে হুমায়ুন কবিরের লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার তথ্য এবং দুই ভাইয়ের মৃত্যুর ঘটনা উল্লেখ করা হয়।
বিজ্ঞাপন
আসামিপক্ষের আইনজীবী বলেন, এই রোগে আসামি গুরুতর অসুস্থ। প্রসিকিউশনের পক্ষ থেকে উল্লেখ করা হয়, হাসপাতালের চিকিৎসা প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, তাই জামিনে বিরোধিতা করা যায় না। তবে আদালত নিশ্চিত করেছেন, কোনো আসামি যেন অন্য আসামির সঙ্গে যোগাযোগ করতে না পারে।
শর্তসাপেক্ষে জামিনের মধ্যে আসামিকে বাসার ঠিকানা দিতে হবে। গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বক্তব্য দেওয়া যাবে না। বাসা পরিবর্তন কেবল ট্রাইব্যুনাল বা তদন্ত কর্মকর্তাকে জানিয়ে করা যাবে। এছাড়া সাক্ষ্য ও প্রমাণকে প্রভাবিত করার চেষ্টা করা যাবে না। এসব শর্ত ভঙ্গ করলে আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করা যাবে।
বিজ্ঞাপন
হুমায়ুন কবির পাটোয়ারী লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং একই উপজেলার চররুহিতা ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান। এই মামলার আগে ২০২৪ সালের আগস্টে অন্য মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।
মামলায় অপর আসামিদের মধ্যে রয়েছেন— লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।







