সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের মামলা বাতিলের নির্দেশ

দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাবেক সম্পাদক নঈম নিজামসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা বাতিল করে খালাসের আদেশ দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান।
বিজ্ঞাপন
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। আদালতের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া নিশ্চিত করেছেন, মামলায় আনা ধারাগুলো সাইবার সুরক্ষা অধ্যাদেশে অন্তর্ভুক্ত নয়, তাই আদালত এটি বাতিলের নির্দেশ দিয়েছেন।
অপর দুই ব্যক্তি হলেন- বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, বাংলা ইনসাইডার পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবীর।
বিজ্ঞাপন
ময়নাল হোসেন চৌধুরীর আইনজীবী এনামুল হক মামলাটি বাতিলের জন্য আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, আসামিদের বিরুদ্ধে আনা ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩৫ ধারা এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ৫০ এর (৪ক) ধারা ইতিমধ্যেই ২০২৫ সালের ২২ অক্টোবর গেজেটে বাতিল/রহিত ঘোষণা করা হয়েছে। তাই মামলাটি চলমান থাকলে আসামিদের খালাস দেয়া একান্ত প্রয়োজন।
উল্লেখ্য, ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি ব্যারিস্টার এম সারোয়ার হোসেন বাদী হয়ে নঈম নিজামসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় আরও অভিযুক্ত ছিলেন ওয়েবসাইট ভাইরাল প্রতিদিনের অ্যাডমিন, বর্ণনাকারী, ভিডিও প্রস্ততকারী ও টেকনিশিয়ান।
বিজ্ঞাপন
মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৭ সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিদিনে ‘নুসরাতকে দিয়ে বিচ্ছু সামশু সিন্ডিকেটের ফের ষড়যন্ত্রমূলক মামলা’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়, যা অনলাইনেও ছড়িয়ে দেয়া হয়।
সংবাদে উল্লেখিত হয়েছে, ব্যারিস্টার এম সারোয়ারকে বিভিন্ন রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও গুজবের সঙ্গে যুক্ত করা হয়েছে।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, মামলায় উল্লেখিত অভিযোগের অনেক বিষয়ই প্রমাণিত হয়নি। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, এই তিনজনকে খালাস দেওয়া হয়েছে।








