Logo

২য় বিয়েতে স্ত্রীর অনুমতি নিয়ে যা বললেন ব্যারিস্টার মিতি সানজানা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ জানুয়ারি, ২০২৬, ১৬:২৬
২য় বিয়েতে স্ত্রীর অনুমতি নিয়ে যা বললেন ব্যারিস্টার মিতি সানজানা
ব্যারিস্টার মিতি সানজানা | ফাইল ছবি

সম্প্রতি দেশের বিভিন্ন মহলে দ্বিতীয় বিয়ে ও একাধিক বিয়ের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি লাগবে কি না—এ নিয়ে ব্যাপক আলোচনা ও বিভ্রান্তি তৈরি হয়েছে। হাইকোর্টের সাম্প্রতিক রায়ে বলা হয়েছে, দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া বাধ্যতামূলক নয়; বরং আরবিট্রেশন কাউন্সিলের (সালিশি পরিষদের) নির্দেশই যথেষ্ট। এই রায়ের পর মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে আইনি ব্যাখ্যা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা।

এক টেলিভিশন টকশোতে তিনি বলেন, প্রচলিত আইন অনুযায়ী, স্ত্রীর অনুমতি ছাড়া কোনো বিয়ে করা শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের ক্ষেত্রে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে। তবে এক বিশেষ পরিস্থিতিতে অনুমতি ছাড়াই বিয়ে সম্ভব, যেমন— কারও স্ত্রী ৭ বছর নিরুদ্দেশ থাকলে বা কোনো খোঁজ পাওয়া না গেলে। কোনো কারণে স্ত্রী জীবিত না মৃত, সেটি জানা না গেলে স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারবেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ১৯৬১ সালের প্যানেল কোড বা প্রাসঙ্গিক আইন অনুযায়ী, যদি সালিসি কাউন্সিলের বিবেচনায় কোনো ব্যক্তি অনুমতি নিয়ে বিয়ে করেন এবং রিটেক পারমিশন থাকে, তা অপরাধ হিসেবে গণ্য হবে না। তবে অনুমতি ছাড়া বিয়ে করা হলে এটি শাস্তিযোগ্য অপরাধ।

ব্যারিস্টার মিতি সানজানা সংক্ষেপে জানিয়েছেন, বাংলাদেশে প্রচলিত আইনে স্ত্রীর অনুমতি ছাড়া বহু বিবাহ বৈধ নয়। যদি স্বামী অনুমতি ছাড়া বিয়ে করেন, এটি ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD